আশীষ বিশ্বাস সিনিয়র স্টাফ রিপোর্টার
জুলাই অভ্যুত্থান চেতনা স্মৃতি স্মরণে নীলফামারীর জলঢাকায় ৩৬ দিন ব্যাপী বিজয় মেলা ফিতা কেটে শুভ উদ্বোধন করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি'র কেন্দ্রীয় কমিটির যুগ্ম মুখ্য সংগঠক আবু সাঈদ লিওন। পহেলা সেপ্টেম্বর (সোমবার) বিকালে ডাকবাংলো মাঠে এ মেলা উদ্বোধন করেন তিনি। এসময় উপস্থিত ছিলেন জেলা জাতীয় নাগরিক পার্টির প্রধান সমন্বয়কারী আব্দুল মজিদ,।জেলা এনসিপি যুগ্ম সমন্বয়কারী শাহ্ আজিজ, মেলা আয়োজক কমিটির আহবায়ক ও উপজেলা জাতীয় নাগরিক পার্টি এনসিপির প্রধান সমন্বয়কারী রেজাউল করিম রাজু, জলঢাকা সরকারি ডিগ্রী মহা বিদ্যালয়ের সহকারী অধ্যাপক সেলিমুর রহমান সেলিম, জলঢাকা প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব কামারুজ্জামান, সাধারণ সম্পাদক শাহাজাহান কবীর লেলিন, মেলা কমিটির যুগ্ম আহবায়ক মোহাইমিনুর রহমান সানা প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক আবু সাঈদ লিওন বলেন, জুলাই চেতনাকে তথা ৫ই আগষ্টের গণ-অভ্যুত্থানের ভয়াবহতা স্মৃতি চারণ করতে গিয়ে জলঢাকার ঐতিহ্যবাহী ডাকবাংলো মাঠে এনসিপি কর্তৃক এই ক্ষুদ্র আয়োজন। এ জন্য আমি দলমত নির্বিশেষে সকলের সার্বিক সহায়তা করছি। আশা রাখি পরিবার পরিজন নিয়ে সুস্থ ধারার বিনোদন উপভোগ করতে পারবে জলঢাকাবাসী।