জলঢাকা প্রতিনিধি :-
জলঢাকায় এসএসসি ও এইচএসসি ২০২২-২৩ শিক্ষাবর্ষের উত্তির্ন শিক্ষার্থীদের মাঝে পুরুস্কার বিতরন অনুষ্ঠিত হয়েছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর এবং শিক্ষা মন্ত্রণালয়ের বাস্তবায়নে পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস স্কিম ( এসইডিপি )এর অর্থায়নে ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের সার্বিক আয়োজনে গতকাল ২৭শে জুলাই রবিবার দুপুরে আলহাজ্ব মোবারক হোসেন অর্নিবান বিদ্যাতীর্থ উচ্চ বিদ্যালয়ের অডিটরিয়াম হলরুমে এ পুরুস্কার বিতরন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার জায়িদ ইমরুল মোজাক্কিন এর সভাপতিত্বে অনুষ্ঠিত পুরুস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা দীপঙ্কর রায়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা শিক্ষা অফিসার হাফিজুর রহমান ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার অতিরিক্ত দ্বায়িত্বপ্রাপ্ত আশরাফ উজ-জামান সরকার। এ সময় বক্তব্য রাখেন প্রেসক্লাব সভাপতি আলহাজ্ব কামারুজ্জামান, টেংগোনমারী স্কুল এন্ড কলেজের সভাপতি প্রভাষক মনিরুজ্জামান জুয়েল। প্রতিষ্ঠান প্রধানের মধ্যে বক্তব্য রাখেন শিক্ষক সমিতির সভাপতি সাইদার রহমান, শিক্ষক আমিনুর রহমান, আব্দুল মান্নান, শিক্ষার্থী বুলবুল ইসলাম প্রমুখ