
মোঃ আল আমিন স্টাফ রিপোর্টার:
নীলফামারী জলঢাকায় সরকারি পুকুর দখল করে দোকান নির্মাণ করছে স্থানীয়রা। মেইন রাস্তা সংলগ্ন সরকারি জায়গায় প্রকাশ্য দিবালোকে নির্মাণ কাজ চললেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিরব ভূমিকা লক্ষনীয়। উপজেলার শিমুলবাড়ি ইউনিয়নের বাঁশদহ ১নং ওয়ার্ডের সরকারি লিজকৃত নাউয়ার পুকুরে এ ঘটনা ঘটে। অনুসন্ধানে জানা যায়, বাঁশদহ গ্রামের মফেল উদ্দীনের ছেলে বাহাদুর ইসলাম (৩৮) সরকারি আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে কোনরুপ অনুমোদন ছাড়াই নিয়ম বহিঃর্ভূত ভাবে ইট সেমেন্ট দ্বারা বড় বড় পিলার তৈরী করে সরকারি পুকুরের উপর দোকানঘর নির্মাণ করছেন। নাম প্রকাশ্যে অনিচ্ছুক কয়েকজন স্থানীয় ব্যক্তি জানান, সরকারি পুকুর লিজকৃত ব্যক্তি মোজাম মিয়া (৪২) বাহাদুরের নিকট আর্থিক সুবিধা নিয়ে সরকারি পুকুরের উপর দোকানঘর নির্মাণ করতে দিয়েছেন। দোকানঘর নির্মাতা অভিযুক্ত ব্যক্তি বাহাদুরের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলে তার মন্তব্য পাওয়া যায়নি। তবে পুকুর লিজ নেওয়া ব্যক্তি মোজাম মিয়া গণমাধ্যমকে জানান, সরকারি সম্পত্তির উপর দোকানঘর নির্মাণের বিষয়টি আমি এ্যাসিল্যান্ড অফিসের নাজির সাহেবকে অবগত করেছি। তারা কার্যকারি পদক্ষেপ গ্রহন না করলে আমি কি করবো। এ বিষয়ে শিমুলবাড়ি ইউনিয়ন তহশিলদার শ্রী বলরাম রায় জানান, ইউএনও এবং এ্যাসিল্যান্ড স্যার কর্তৃক আদেশপ্রাপ্ত হয়ে দোকানঘর নির্মাতা বাহাদুর মিয়াকে অবকাঠামো সরিয়ে নেওয়ার জন্য তাগিদ দেওয়া হয়েছে। এছাড়া লিজকৃত ব্যক্তি মোজাম মিয়া সুষ্ঠু পদক্ষেপ গ্রহন কেন করেনি তার কারণ উম্মোচন করার জন্য বলা হয়েছে। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার জায়িদ ইমরুল মোজাক্কিন যুগের আলোকে জানান, চলমান নির্মাণ কাজ স্থগিত রাখার নির্দেশ দেওয়া হয়েছে এবং যা নির্মাণ হয়েছে তা সরিয়ে নিতে বলা হয়েছে। ইউএনও বলেন, সরকারি সম্পত্তির উপর কোনভাবেই অবকাঠামো নির্মাণ করতে দেওয়া হবে না।
Leave a Reply