
কামরুজ্জামান, (কামরুল) নীলফামারী জেলা প্রতিনিধি:
নীলফামারী জেলার জলঢাকা উপজেলার পল্লী বিদ্যু অফিসে জাতীয় পতাকা অবমাননার ঘটনা ঘটেছে। অফিসের ২য় তলার উপরে বিল্ডিংয়ের একটি পিলারের রডের সাথে যেনতেনভাবে বেঁধে রাখা হয়েছে জাতীয় পতাকা। গতকাল ১৮ নভেম্বর ২৫ ইং রোজ মঙ্গলবার বিকাল ৩’০০টার সময় অফিসের সামনে গিয়ে দেখা যায় এই চিত্র। এ বিষয়ে অফিসের একজন কর্মচারীকে জিজ্ঞেস করা হলে সে বলে যে- আমরা তো এভাবেই পতাকা বাঁধি, এতে কোনো সমস্যা নাই। বিষয়টি সম্পর্কে জানার জন্য ডিজিএম মেহেদী মাসুদ রানা সাহেবের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি জানান যে, তিনি অফিসের কাজে বাইরে আছেন। তিনি এ বিষয়ে এজিএম তাপস চন্দ্র পাল এর সাথে কথা বলার পরামর্শ দেন। এজিএম সাহেবকে অনেকবার তার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেন নাই।
অফিসে আগত সেবাগ্রহনকারি যোগেশ চন্দ্র রায় বলেন, আমি যতবার এসেছি ততবারই এখানে জাতীয় পতাকা এভাবেই বিল্ডিংয়ের পিলারে বেঁধে রাখা দেখেছি। বিষয়টি খুবই দু:খ জনক বলে তিনি জানান। আরেকজন গ্রাহক আব্দুল মাজেদ বলেন, জাতীয় পতাকা পিলারে জড়ো করে বেঁধে রাখা বেআইনি। পল্লী বিদ্যুৎ অফিসের মতো গুরুত্বপুর্ন জায়গায় এ ধরনের ঘটনা মেনে নেওয়া যায় না। তিনি এ বিষয়ে যথাযথ কতৃপক্ষের দৃষ্টি আকর্ষন করেন।
Leave a Reply