আইয়ুব আলী তালুকদার নিজস্ব প্রতিবেদক:- জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) কেন্দ্রীয় কমিটি সভাপতি ও জাতীয়তাবাদী সমমনা জোটের শীর্ষ নেতা, বগুড়ার কৃতি সন্তান ও বীর মুক্তিযোদ্ধা খন্দকার লুৎফর রহমানের উপর অতর্কিত সন্ত্রাসী হামলার প্রতিবাদে বগুড়ায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৭ সেপ্টেম্বর) সকাল ১১টায় বগুড়া জেলা জাগপার উদ্যোগে শহরের সাতমাথায় প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
জেলা জাগপা সভাপতি মোকলেসুর রহমানের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন—সিনিয়র সহ-সভাপতি আবু রায়হান, সাধারণ সম্পাদক আইয়ুব আলী তালুকদার, যুগ্ম সাধারণ সম্পাদক বাবলু জমাদ্দার, জাগপা নেতা ডা. নুরুল ইসলাম, বিশিষ্ট শ্রমিক নেতা মো. লিটন শেখ বাঘা, জেলা স্বেচ্ছাসেবক দলের নেতা ও বাংলাদেশ জাতীয় মানবাধিকার অ্যাসোসিয়েশন বগুড়া জেলা কমিটির সভাপতি মো. আরমান হোসেন ডলার, সাংগঠনিক সম্পাদক মো. সাব্বির হোসেন ছাবদুল, শ্রম সম্পাদক মো. আল-আমিন হোসেনসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, যেখানে জাতীয় নেতৃবৃন্দই নিরাপদ নয়, সেখানে সাধারণ মানুষের নিরাপত্তা কিভাবে নিশ্চিত হবে। তাঁরা সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
বাংলাদেশ জাতীয় মানবাধিকার অ্যাসোসিয়েশন বগুড়া জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক সাব্বির হোসেন বলেন, এ হামলা গভীর ষড়যন্ত্রের অংশ। একটি মহল ইচ্ছাকৃতভাবে দেশে অস্থিতিশীলতা সৃষ্টি করে নির্বাচন বানচালের চেষ্টা করছে। সরকারের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে চরম ব্যর্থতা প্রতিদিন ভায়োলেন্স, খুন ও ধর্ষণের মতো ঘটনা বাড়াচ্ছে। তিনি হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তার ও সকল রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধভাবে সন্ত্রাসের বিরুদ্ধে দাঁড়ানোর আহ্বান জানান।
জেলা সভাপতি মোকলেসুর রহমান হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি দ্রুত হামলাকারীদের গ্রেপ্তার না করা হয়, তবে বগুড়া থেকেই দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে এবং প্রয়োজনে সারা বাংলাদেশে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
Leave a Reply