জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মদিনে আজ ধানমন্ডি ৩২ নম্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন বঙ্গবন্ধু ছাত্র যুব প্রজন্মলীগ এর কেন্দ্রীয় প্রতিষ্ঠাতা সভাপতি ও বাংলাদেশ আওয়ামী লীগ, কেন্দ্রীয় উপ কমিটির সদ্য সাবেক সদস্য শেখ মো: হাসান আল মামুন, এ সময়ে আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সিনিয়র সহ সভাপতি জাকির হোসেন, সাংগঠনিক সম্পাদক শেখ শাওন, অর্থ বিষয়ক সম্পাদক চিশতি, উপ-দপ্তর সম্পাদক আব্দুর রাজ্জাক রাসেল, সহ- সম্পাদক মোল্যা শাওন সহ নেতৃবৃন্দ । জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের পর বঙ্গবন্ধু ছাত্র যুব প্রজন্মলীগ আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয় রাজধানীর বনানীর একটি কমিউনিটি সেন্টারে। উক্ত দোয়া ও মিলাদ মাহফিল কেন্দ্রীয় সভাপতি বলেন বঙ্গবন্ধু ও বাংলাদেশ মুদ্রা'র দুই পিট। বঙ্গবন্ধু ছাড়া বাংলাদেশ ভাবা অসম্ভব। বঙ্গবন্ধুর ৫৪ বছরের জীবনের এক একটি দিন আমাদের কাছে আদর্শ । তার জীবন দর্শন থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত। তিনি দেশ বাসির কাছে বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের জন্য দোয়া কামনা করেন । পাশাপাশি বিএনপি কে ইতিহাস বিকৃত করা থেকে বিরত থাকতে আহ্বান জানান। তিনি বলেন বঙ্গবন্ধু ইসলামের জন্য বহুত মেহনত করেছেন। ইসলামী ফাউন্ডেশন, কাকরাইল মসজিদ, ইমাম প্রশিক্ষণ কেন্দ্র, বিশ্ব ইসতেমা মায়দান সব ই বঙ্গবন্ধুর অবদান।তাছাড়া কওমি সনদের এম এ সমমর্যাদা প্রদান এগুলো বঙ্গবন্ধু কন্যা দেশ রত্ন শেখ হাসিনা করেছেন । সুতরাং আলেম সমাজ কে শেখ হাসিনা'র প্রতি আস্থা রাখার আহ্বান জানান।