নিজস্ব প্রতিবেদকঃ
জানি না আজ যে আপন
কাল সে কেন পর হয়ে যায়
যে বাতাস ফোটালো ফুল
সে তো আবার ঝড় হয়ে যায়।।
ছিল যে আমার পাশে
তার কথা মনে আছে
চাই আমি ভুলতে তারে
মন কি তারে ভুলতে পারে
জানি না প্রেম যে এমন
তাসের দেশে ঘর হয়ে যায়।।
স্মৃতিরই সেতু ভেবে
যায় দিন শুধুই কেটে
কে যেন তাকিয়ে পিছু
ফিরে দেখি নেই তো কিছু
হৃদয়েরই শপথ যেন
চোরাবালি চর হয়ে যায়।।
💙💙💙💙💙💙💙💙
💜💙শুভ রাত্রি💙💜