
কে এম নাছির উদ্দিন সিনিয়র ক্রাইম রিপোর্টার:
মেয়ের স্বামীর অবিরাম দুর্ব্যবহার–কথাকাটাকাটির জেরে ঠোঁট ফাটানোর পর গভীর রাতে গলায় ফাঁস দেন মরিয়ম খাতুন
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার কায়েমপুর ইউনিয়নের ব্রজবালা গ্রামে জামাইয়ের দীর্ঘদিনের দুর্ব্যবহার ও অপমান সহ্য করতে না পেরে মরিয়ম খাতুন (৫০) নামে এক শাশুড়ি গভীর রাতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
বুধবার রাত ১২টার পর নিজ শয়নঘরের কাঠের ধরনার সঙ্গে ওড়না পেঁচিয়ে তিনি আত্মহত্যা করেন বলে পরিবারের সদস্যরা জানান।
স্থানীয় প্রতিবেশীরা জানান, মেঝ মেয়ে কল্পনা খাতুনের বিয়ের পর থেকেই তার স্বামী আজিজুল বাড়ির শ্বশুরবাড়িতেই থাকতেন। কিন্তু দীর্ঘদিন ধরে বিভিন্ন অজুহাতে শাশুড়িকে অপমান ও অকথ্য ভাষায় গালমন্দ করতেন তিনি।
গত মঙ্গলবার এক কথাকাটাকাটির জেরে আজিজুল একটি সিলভারের কলস ছুড়ে মারলে মরিয়ম খাতুনের ঠোঁট ফেটে যায়। এ ঘটনার পর থেকেই তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন বলে জানায় প্রতিবেশীরা।
নিহতের মেয়ে কল্পনা খাতুন বলেন, “বুধবার গভীর রাতে মাকে ডাকাডাকি করেও সাড়া পাচ্ছিলাম না। পরে ঘরের ভেতর ঢুকে দেখি তিনি ওড়না পেঁচিয়ে ঝুলে আছেন। চিৎকার করলে আমার বোন আর স্বামী এসে তাকে নিচে নামায়।”
খবর পেয়ে শাহজাদপুর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
থানার অফিসার ইনচার্জ জনাব আছলাম আলী পিপিএম বলেন, “প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে মনে হচ্ছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অস্বাভাবিক মৃত্যু (ইউডি) মামলা গ্রহণ করা হয়েছে।”
Leave a Reply