প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ১৮, ২০২৫, ৭:৪৩ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ৩০, ২০২০, ৭:৪৯ পি.এম
জামালপুরে এক ভ্যান চালককে পিটিয়ে হত্যা।

জামালপুরের সরিষাবাড়ী উপজেলার খড় বহনে দেরি হওয়ায় আলমগীর হোসেন (৪০) নামে এক ভ্যান চালক কে পিটিয়ে হত্যা করেছে চাচাতো ভাইয়েরা।নিহতের মৃতদেহ আজ শুক্রবার দুপুরে উদ্ধার করেছে পুলিশ।নিহত আলমগীর আওনা ইউনিয়নের কুড়ালিয়া পটল গ্রামের মৃত ঈসমাইল হোসেন এর ছেলে। স্থানীয় এলাকাবাসী জানায়, বৃহস্পতিবার বিকেলে ভ্যান গাড়ি দিয়ে চাচাতো ভাই আলাউদ্দিনের ছেলে আব্দুর রহিমের গরুর খড় বহন করার কথা ছিল আলমগীরের। খড় নিতে দেরি হওয়ায় সন্ধ্যার দিকে আলমগীর ও রহিমের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে উভয়ের মধ্যে হাতাহাতি শুরু হলে আব্দুর রহিম, শুকুর মাহমুদ ও রঞ্জুসহ কয়েক জন মিলে আলমগীরকে লাঠি দিয়ে এলোপাথাড়ি পিটাতে থাকে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হলে মৃতদেহ ফেলে চাচাতো ভাইয়েরা পালিয়ে যায়।
এদিকে বিষয়টি সারারাত ধামাচাপা দেয়ার চেষ্টা চলে।কিন্তু গোপন সংবাদ পেয়ে তারাকান্দি তদন্ত কেন্দ্রের পুলিশ আজ শুক্রবার দুপুরে ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে। সরিষাবাড়ী থানার ওসি আবু মোঃ ফজলুল করীম জানান, কথা কাটাকাটির সূত্র ধরেই প্রতিপক্ষরা তাকে পিটিয়ে হত্যা করেছে।মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।এখনও কাউকে আটক করা যায়নি।
Copyright © 2025 দৈনিক বাংলাদেশ ক্রাইম সংবাদ. All rights reserved.