জামালপুর সদর উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে বাড়িতে সন্ত্রাসী হামলায় একই পরিবারের পাঁচ জন গুরুতর আহত হয়েছে ।
শুক্রবার (১৯ মার্চ) সকাল সাড়ে নয়টায় সদর উপজেলার তিতপল্যা ইউনিয়নের সুলতান নগর গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে ওবায়দুর রহমান শাহীন এর নেতৃত্বে ১০/১২জনের সন্ত্রাসী বাহিনী নিয়ে ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি মোঃ গোলাম সরওয়ার দুলালের পরিবারের উপর হামলা চালিয়ে ঘর বাড়ি ভাংচুর ও তাদের রাম দায়ের কোপে পাঁচজন গুরুতর আহত হয়েছে।পরিবার সূত্র জানান, শাহীনের সাথে দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিষয় নিয়ে তাদের বিরোধ চলে আসছিল।শুক্রবার সকালে অতর্কিত হামলা চালিয়ে বাড়ি ঘর ভাংচুর ও পাঁচজনকে কোপিয়ে আহত করে।আহতদের জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।এর মধ্যে দুই জনের অবস্থা গুরুতর।এ ব্যাপার জামালপুর সদর থানায় একটি মামলার প্রস্তুতি চলছে বলে জানান তাদের পরিবারের সদস্যরা।
শুক্রবার রাতেই আওয়ামী পরিবারের গুরুতর আহত পাঁচজনকে হাসপাতালে দেখতে যান বাংলাদেশ আওয়ামী লীগের জামালপুর সদর উপজেলা শাখার দপ্তর সম্পাদক শফি-উদ-দৌল্লাহ চিসতী।