
মোঃ মাজেদুল ইসলাম, জেলা প্রতিনিধি, জামালপুর
জামালপুরে বিশিষ্ট সাংবাদিক নেতাসহ আটজন সাংবাদিক ও দলিল লেখকের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলার প্রতিবাদে এবং মামলা প্রত্যাহার ও প্রকৃত দোষীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দুপুর ১২টায় শহরের ফৌজদারী মোড় এলাকায় জামালপুর সুশীল সমাজের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে জেলার বিভিন্ন সাংবাদিক, দলিল লেখক, সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন পেশাজীবী মিলিয়ে প্রায় তিন শতাধিক লোক অংশ নেন।
মামলায় অভিযুক্তদের মধ্যে রয়েছেন—
বাংলাদেশ দলিল লেখক সমিতির যুগ্ম-মহাসচিব ও জামালপুর জেলা দলিল লেখক সমিতির সভাপতি, দৈনিক জামালপুর দিনকাল এবং সাপ্তাহিক উর্মিবাংলা পত্রিকার প্রকাশক, জামালপুর প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক, দেওয়ানপাড়া জামে মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ আরজু আকন্দ, পাশাপাশি আরও সাতজন প্রিন্ট মিডিয়া সাংবাদিক ও দলিল লেখক।
তারা অভিযোগ করেন, সড়ক দুর্ঘটনায় আহত নওশাদকে ভিকটিম সাজিয়ে স্বৈরাচারী মহলের ছত্রছায়ায় আওয়ামী লীগের দোসর জাহিদুল হক সেলিম ও তার সশস্ত্র সহযোগী রাশেদুল হাসান নওশাদের মাধ্যমে পরিকল্পিতভাবে এই মিথ্যা মামলা দায়ের করা হয়েছে।
মানববন্ধন কর্মসূচির সঞ্চালনা করেন দৈনিক জামালপুর দিনকাল–এর প্রধান সম্পাদক ও জামালপুর সিটি প্রেস ক্লাবের সভাপতি সৈয়দ মুনিরুল হক নোবেল।
এসময় বক্তব্য দেন—
হাফিজ রায়হান সাদা, সভাপতি, জামালপুর প্রেস ক্লাব
ফজলে এলাহী মাকাম, সভাপতি, জামালপুর জেলা প্রেস ক্লাব
সাইদ পারভেজ তুহিন, সম্পাদক, দৈনিক দিনকাল
হানিফ উদ্দিন, সাধারণ সম্পাদক, জেলা দলিল লেখক সমিতি
দলিল লেখক আরিফুজ্জামান আকন্দসহ অন্যান্যরা
এ ছাড়া উপস্থিত ছিলেন— জামালপুর জেলা দলিল লেখক সমিতির সহ-সভাপতি মোঃ বাবুল মিয়া, সহ-সভাপতি মোঃ তোজাম্মেল হোসেন, সহ-সাধারণ সম্পাদক মওদুদ আহমেদ মধু, সহ-সাধারণ সম্পাদক এমদাদুল হক মুরাদসহ সংগঠনের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, একটি সংঘবদ্ধ মহল পরিকল্পিতভাবে নিরীহ সাংবাদিক ও দলিল লেখকদের হয়রানি করার উদ্দেশ্যে মিথ্যা মামলা দিয়েছে। তারা দ্রুত মামলা প্রত্যাহার, প্রকৃত দোষীদের গ্রেফতার এবং কঠোর শাস্তির দাবি জানান।
মুঠোফোনে সাংবাদিক নেতা আলহাজ্ব মোঃ আরজু আকন্দ বলেন—
“এই মিথ্যা মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আমাদের উদ্দেশ্যপ্রণোদিতভাবে ফাঁসানো হয়েছে। সঠিক তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হোক এবং মিথ্যা মামলাটি দ্রুত প্রত্যাহার করা হোক।”
Leave a Reply