ওয়াজেদ নয়ন মাদারগঞ্জ প্রতিনিধি
মাদারগঞ্জ উপজেলার ২০১ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী এবং প্রধান শিক্ষকগন যৌথ মতামতের ভিত্তিতে একমত হয়েছেন যে সহকারী শিক্ষকদের দাবি আদায় না হওয়া পর্যন্ত প্রশ্ন বিতর এবং পরিক্ষা কার্যক্রম হতে বিরত থাকবে, তবে কেন্দ্রীয় নির্দেশনা পাওয়া মাত্র পরিক্ষা কার্যক্রম চলমান করা হবে।প্রয়োজনে ছুটির দিনেও পরিক্ষা চলমান রাখা হবে।
উল্লেখ ঃ ১১--২০ ডিসেম্বর পর্যন্ত শীত কালিন অবকাশ ছুটি রয়েছে সেটাও কোমল মতি শিক্ষার্থীদের জন্য উৎস্বর্গ করতে প্রস্তুত রয়েছে। এ বিষয়ে ঢাকায় আন্দোলনে মারাত্মক আহত সহকারী শিক্ষক মোঃ রিয়াদুল ইসলাম বলেন, আমরা জীবন দিয়েছি রক্ত দিয়েছি আমাদের অধিকার আদায়ের জন্য। সারাদেশের শিক্ষকরা আমাদের রক্তে সাথে বেইমান করবে না। সকল আন্দোলন চলমান রাখবে,আমরা শিক্ষাথীদের শিখন ঘাটতি ভবিষ্যতে পূরণ করার চেষ্টা করবো। একই সাথে উপজেলা শিক্ষা অফিসার আন্দোলনের সাথে একাত্মতা প্রকাশ করেন।