গাজীপুর মহাসড়কে যানবাহন চলাচল শৃঙ্খলা ফেরাতে,যানজট মুক্ত মহাসড়ক গড়তে টঙ্গী ব্রিজ হতে চান্দনা চৌরাস্তা পর্যন্ত ইজিবাইকসহ অবৈধ থ্রীহুইলার ও অটোরিক্সার বিরুদ্ধে অভিযানের ঘোষণা প্রদান করেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের নবনিযুক্ত পুলিশ কমিশনার মোল্যা নজরুল ইসলাম। গত ১৮ জুলাই সোমবার দুপুর ০১.৩০ ঘটিকায় সময় গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের সাথে বিশেষ আলোচনা সভা করেন। এসময়ে তিনি সড়ক ও মহাসড়কের শৃঙ্খলা এবং যান চলাচল স্বাভাবিক রাখার লক্ষ্যে ট্রাফিক বিভাগের সকলকে সর্বোচ্চ পেশাদারিত্ব নিয়ে কাজ করার আহবান জানান। এবং উপস্থিত সকল অফিসার ও ফোর্সের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
এসময়ে উপস্থিত ছিলেন, জনাব আব্দুল্লাহ আল-মামুন, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক), অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) জনাব হাফিজুল ইসলাম, সহকারী পুলিশ কমিশনারগণ সহ ট্রাফিক ইন্সপেক্টরবৃন্দ ও ট্রাফিক পুলিশ সদস্যরা। পুলিশ কমিশনার এর নির্দেশনা অনুযায়ী যানযট নিরসনে কাজ শুরু করে ট্রাফিক বিভাগের পুলিশ সদস্যরা। এবং অবৈধ ইজিবাইকসহ অবৈধ থ্রীহুইলার ও অটোরিক্সার বিরুদ্ধে অভিযান পরিচালনা করে। এবং দুইদিনের এই অভিযানের ফলে যানযট মুক্ত হয় মহাসড়ক। নবনিযুক্ত জিএমপি পুলিশ কমিশনারের এমন উদ্যোগ কে অভিনন্দন ও ধন্যবাদ জানিয়েছে মহানগরবাসী।