নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলা থেকে অপহৃত পাঁচজন ব্যক্তিকে নাটকীয় অভিযানে উদ্ধার করেছে পুলিশ। চুয়াডাঙ্গা জেলা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল, জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও পুলিশ সুপারের একটি বিশেষ টিমের যৌথ অভিযানে বুধবার (৫ নভেম্বর) ভোরে যশোরের ঝিকরগাছা থানার হাজিরবাগ ইউনিয়নের কুল্লা গ্রামের রেজাউলের খামারবাড়ির একটি গোডাউন থেকে তাদের উদ্ধার করা হয়। পুলিশ জানায়, গত কয়েক দিন আগে জীবননগর এলাকা থেকে ৫ জন ব্যক্তিকে অপহরণ করা হয়। অপহরণের পর মুক্তিপণের দাবিতে অজ্ঞাত নম্বর থেকে পরিবারের কাছে ফোন আসে। ঘটনার পরপরই চুয়াডাঙ্গা জেলা পুলিশ প্রযুক্তির সহায়তায় অপহৃতদের অবস্থান শনাক্ত করে এবং বিশেষ অভিযান পরিচালনা করে তাদের জীবিত উদ্ধার করতে সক্ষম হয়। অভিযান চলাকালে অপহরণচক্রের সঙ্গে জড়িত কয়েকজনকে ঘটনাস্থল থেকেই আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে বলে জানিয়েছে পুলিশ। চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার বলেন, “এটি একটি পরিকল্পিত অপহরণ ছিল। তবে আমাদের টিম দ্রুত পদক্ষেপ নিয়ে অপহৃতদের অক্ষত অবস্থায় উদ্ধার করতে সক্ষম হয়েছে। অপহরণকারীদের আইনের আওতায় আনা হবে।” এ ঘটনায় জীবননগর থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।