
নিজস্ব প্রতিবেদক
চুয়াডাঙ্গা কেরু এ্যান্ড কোম্পানি (বাংলাদেশ) লি.-এর দর্শনা আখ মাড়াই মৌসুমের শুভ উদ্বোধন ও দোয়া মাহফিল উপলক্ষে শিল্প মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা জনাব আদিলুর রহমান খান মহোদয় আজ ০৫ ডিসেম্বর ২০২৫ তারিখ চুয়াডাঙ্গা জেলায় আগমন করেন।
জেলায় পৌঁছে তিনি আজ বেলা ১২:০০ ঘটিকায় জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান ২০২৪–এ নিহত চুয়াডাঙ্গা জেলার বাসিন্দা শহিদ মোঃ শাহরিয়ার শুভ’র সমাধীতে গভীর শ্রদ্ধাভরে পুষ্পস্তবক অর্পণ করেন এবং তাঁর রুহের মাগফিরাত কামনায় দোয়া করেন।
এসময় উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ কামাল হোসেন, জেলা প্রশাসক, চুয়াডাঙ্গা; জনাব মোহাম্মদ মনিরুল ইসলাম, পুলিশ সুপার, চুয়াডাঙ্গা; এছাড়াও জেলা পুলিশ ও জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
শহিদ শাহরিয়ার শুভ’র প্রতি শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে জাতির এই গৌরবোজ্জ্বল আত্মত্যাগের স্মৃতি চিরস্মরণীয় হয়ে থাকবে বলে উপস্থিত সকলেই অভিমত ব্যক্ত করেন।
Leave a Reply