আওয়ামী ফ্যাসিবাদের পতন ও ছাত্র-জনতার বিজয়ের স্মরণে আয়োজিত ‘জুলাই গণঅভ্যুত্থান’-এর প্রথম বর্ষপূর্তি উপলক্ষে পটুয়াখালীর মহিপুরে বিজয় র্যালি ও আলোচনা সভা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল–বিএনপি। মঙ্গলবার (৫ আগস্ট) বিকেলে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে মহিপুর থানা বিএনপির উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।র্যালিটি মহিপুর থানা বিএনপির কার্যালয় থেকে শুরু হয়ে মহিপুর বাজার এলাকার প্রধান সড়কসমূহ প্রদক্ষিণ করে। এরপর একটি সংক্ষিপ্ত আলোচনা সভার মাধ্যমে কর্মসূচি শেষ হয়। র্যালিকে ঘিরে মহিপুর রাজপথ ছিল বিএনপি নেতাকর্মীদের স্লোগানে মুখরিত।অনুষ্ঠানে অংশ নেন মহিপুর থানা ও সদর ইউনিয়ন, লতাচাপলী, ডালবুগঞ্জ ও ধুলাসার ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।র্যালিতে উপস্থিত ছিলেন, মহিপুর থানা বিএনপির সভাপতি জলিল হাওলাদার, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহজাহান পারভেজ, সদর ইউনিয়ন বিএনপির সভাপতি মিজানুর রহমান হাওলাদার, লতাচাপলী ইউনিয়ন বিএনপির সভাপতি মহিউদ্দিন মুসুল্লি সুলতান, থানা যুবদলের সেক্রেটারি মিজান প্যাদা ,স্বেচ্ছাসেবক দলের আহবায় ফরিদ খান সদস্য সচিব মিলন ও সদর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ রহিম সিকদার শ্রমিক দলের সভাপতি মোস্তাফিজুর রহমান পিন্টু, ছাত্রদলের আহ্বায়ক তানজিল আলমসহ স্থানীয় বিএনপির বিভিন্ন স্তরের হাজারো নেতাকর্মী।এদিকে দিবসটি উপলক্ষে মহিপুর ও কুয়াকাটায় বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশসহ আরও কিছু রাজনৈতিক দল র্যালি, আলোচনা সভা ও দোয়ার আয়োজন করে দিনটি পালন করে। কর্মসূচিকে ঘিরে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে নেয়া হয় প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা।
Leave a Reply