আজহারুল ইসলাম সাদী, সিনিয়র স্টাফ রিপোর্টারঃ
জুলাই গণঅভ্যুত্থানে শহীদ আসিফসহ সকল শহীদদের রুহের মাগফেরাত কামনায় সাতক্ষীরার শাহী মসজিদে আলোচনা সভা ও দোয়া করা হয়েছে।
শনিবার (২৬ জুলাই) যোহর নামাজের পরে আস্কারপুর শহীদ আসিফ আদর্শ বন্ধু মহল, সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগে এ সকল কর্মসূচি পালিত হয়। সংগঠনের সভাপতি আরাফাত হোসাইনের সভাপতিত্বে ও যুগ্ন সাধারণ সম্পাদক সোহাইল মাহদিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা অর্ঘ্য বিন জুয়েল, সহ-সভাপতি আল মামুন, ,ইমামুল হাসান, ,আব্দুল আজিজ নয়ন সাধারণ সম্পাদক রাকিবুল মোড়ল,শহীদ আসিফের ভাই রাকিব হাসান প্রমুখ। পরে দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন শাহী মসজিদের ইমাম মাও. হাফিজুর রহমান।
আলোচনা সভায় বক্তারা বলেন,২০২৪ সালের ১৮ জুলাই ঢাকার উত্তরা এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজপথেই ছিলেন আসিফ। আহত এক সহযোদ্ধাকে পানি খাওয়ানোর জন্য টেনে তুলতে পুলিশের গুলিতে নিহত হন আসিফ। আসিফ নিহত হওয়ার পর থেকে সাতক্ষীরায়ও আন্দোলন তুঙ্গে উঠে।
প্রসঙ্গত, আসিফ হাসান ঢাকার উত্তরায় নর্দান বিশ্ববিদ্যালয়ের ইংরেজি ২য় বর্ষের শিক্ষার্থী ছিলেন। তাঁর বাড়ি সাতক্ষীরার দেবহাটার আস্কারপুর গ্রামে। তিনিই হচ্ছেন জুলাই আন্দোলনে সাতক্ষীরার প্রথম শহীদ। সাতক্ষীরা সরকারি কলেজে অধ্যায়নরত রাকিব হাসান তাঁর যমজ ভাই।
Leave a Reply