আশীষ বিশ্বাস
সিনিয়র স্টাফ রিপোর্টার
২৬ জুলাই, শনিবার
জুলাই চেতনার পুনর্জাগরণ ও সমাজ গঠনের শপথ গ্রহন করলো নীলফামারী জেলা প্রশাসন। এ উপলক্ষে আলোচনা সভা, লাখো কন্ঠে শপথ পাঠ ও সমাবেশের আয়োজন করা হয় নীলফামারী জেলা প্রশাসন চত্বরে। আজ সকাল ১০'০০ টায় নীলফামারী জেলা প্রশাসক জনাব নায়িরুজ্জামানের নেতৃত্বে শপথ পাঠ ও সমাবেশে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব জ্যোতি বিকাশ চন্দ্র, জেলা সমাজ সেবা কর্মকর্তা, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সহ জেলা প্রশাসনের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
শপথ সমাবেশে জেলা প্রশাসক নায়িরুজ্জামান বলেন, জুলাইয়ের চেতনা ধারন করে দুর্নীতি ও বৈষম্যহীন বাংলাদেশ গঠনে সবাইকে অঙ্গীকারাবদ্ধ থাকতে হবে। তিনি জুলাই বিপ্লবে শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন এবং শহীদের রক্তে অর্জিত নতুন বাংলাদেশ গঠনে সকলের ঐকান্তিক সহযোগিতা কামনা করেন।