মোঃ রাশেদ আল শাহরিয়া
স্টাফ রিপোর্টার
ব্রাহ্মণবাড়িয়া জেলার গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের একটি বিশেষ টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১৪ কেজি গাঁজা উদ্ধার এবং ৩ জন মাদক কারবারীকে গ্রেফতার করেছে।
আজ ২৮ নভেম্বর ২০২৫, শুক্রবার, সকাল ০৮:৩৫ মিনিটে ব্রাহ্মণবাড়িয়া সদর থানার রামরাইল ইউনিয়নের উশিউরা এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
অভিযান চলাকালে আটক তিনজনের হেফাজত থেকে মোট ১৪ (চৌদ্দ) কেজি গাঁজা উদ্ধার করা হয়। উপস্থিত সাক্ষীদের সম্মুখে বিধি মোতাবেক জব্দ তালিকা প্রস্তুত করে মাদকদ্রব্য জব্দ করা হয়।
গ্রেফতারকৃতদের পরিচয়:
১। মো. সুমন মিয়া (২৯),পিতা: মো. রুক্কু মিয়া, মাতা: আনোয়ারা বেগম, সাং: জাতিসার, থানা: কসবা, জেলা: ব্রাহ্মণবাড়িয়া
২। মো. জাহাঙ্গীর আলম (৫২), পিতা: মো. আলী হাওলাদার, মাতা: কিরণ বেগম, সাং: হোসনাবাদ, থানা/জেলা: মাদারীপুর
বর্তমান ঠিকানা: খলিফাঘাট, থানা: কামরাঙ্গিরচর, ঢাকা
৩। মোছা. গোলাপি আক্তার (৪০), স্বামী: মো. আলম, পিতা: মৃত আবু বক্কর ছিদ্দিক, মাতা: হাসিনা বেগম, সাং: নাটখানা মুন্সিবাড়ী, থানা/জেলা: নীলফামারী
ডিবি পুলিশ জানায়, আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন, এবং মাদক নির্মূলে অভিযান অব্যাহত থাকবে।