মোঃ বাবুল স্টাফ রিপোর্টার
অভিযান ১– মাননীয় পুলিশ সুপার, ময়মনসিংহ এর সার্বিক তত্বাবধানে, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ), ময়মনসিংহ এর দিকনির্দেশনায় এবং অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা, ময়মনসিংহ এর নেতৃত্বে এসআই(নিঃ) মোঃ রফিকুল ইসলাম সংগীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করে ময়মনসিংহ জেলার মুক্তাগাছা থানাধীন কালিবাড়ী বাজার সাকিনস্থ হালিমা সাফিয়া মহিলা মাদ্রাসার সামনে পাঁকা রাস্তার পাশ হইতে ২৪ জুলাই ২০২৫ খ্রিঃ তারিখ ৯:১৫ ঘটিকায় ২৩ গ্রাম হেরোইন ও ৫০ টি ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী আসামী ১। মোঃ সাদ্দাম হোসেন (৩০), পিতা-মৃত আব্দুল হাই, মাতা-নাজমা বেগম, ২। মোখলেস (৩২), পিতা-মৃত জবেদ আলী, মাতা-জোবেদা খাতুন, উভয় সাং-পাড়াটুঙ্গী, থানা-মুক্তাগাছা, জেলা-ময়মনসিংহদ্বয়কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামী দীর্ঘদিন যাবৎ মাদক কারবারির সাথে জড়িত এবং এই চক্রের সাথে জড়িত অন্যান্যদের সনাক্ত ও গ্রেফতারের অভিযান অব্যাহত।
অভিযান ২– মাননীয় পুলিশ সুপার, ময়মনসিংহ এর সার্বিক তত্বাবধানে, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ), ময়মনসিংহ এর দিকনির্দেশনায় এবং অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা, ময়মনসিংহ এর নেতৃত্বে এসআই(নিঃ) যুবরাজ দাস সংগীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করে ময়মনসিংহ জেলার গৌরীপুর থানাধীন সদর পৌরসভাস্থ বালুয়াপাড়া গ্রামস্থ আবু সাঈদ এর মুদি দোকানের সামনে পাঁকা রাস্তার উপর হইতে ২৪ জুলাই ২০২৫ খ্রিঃ তারিখ ১০:০০ ঘটিকায় ২৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী আসামী ১। মোঃ নূরুজ্জামাল (২৬), পিতা-মৃত আব্দুল মোতালেব, মাতা-মোছাঃ নূর জাহান, সাং-দৈলা বৈখরহাটি, ২। মোঃ অনিক (২২), পিতা-মোঃ মগল মিয়া, মাতা-মোছাঃ ইয়াসমিন আক্তার, সাং-বাহাগন্ধ (উত্তর পাড়া), ৩। মোঃ মেহেদী হাসান জসিম (৩০), পিতা-মোঃ মোখলেসুর রহমান, মাতা-মোছাঃ মনোয়ারা বেগম, সাং-বাহাগন্ধ (দক্ষিণ পাড়া), সর্ব থানা-কেন্দুয়া, জেলা-নেত্রকোনাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীরা দীর্ঘদিন যাবৎ মাদক কারবারির সাথে জড়িত এবং এই চক্রের সাথে জড়িত অন্যান্যদের সনাক্ত ও গ্রেফতারের অভিযান অব্যাহত।
উদ্ধারকৃত ২৩ গ্রাম হেরোইন, ৫০ টি ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ২৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারের বিষয়ে গ্রেফতারকৃত ০৫ জন আসামীদের বিরুদ্ধে মুক্তাগাছা থানা ও গৌরীপুর থানায় পৃথক মামলা দায়ের করে আসামীদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়েছে।
Leave a Reply