বৈশ্বিক মহামারী কোভিড-১৯ এর বিস্তার রোধকল্পে ২ সপ্তাহব্যাপী সর্বাত্মক লকডাউন এবং পরবর্তী ৩ সপ্তাহে কঠোর বিধি-নিষেধ আরোপ করার ফলে চাঁপাইনবাবগঞ্জ জেলায় সংক্রমণের হার আশাব্যঞ্জকভাবে হ্রাস পায়।
আমের রাজধানী চাঁপাইনবাবগঞ্জে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত চাঁপাইনবাবগঞ্জ জেলাবাসীকে সচেতন করতে মাঠ পর্যায়ে নিষ্ঠার সাথে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন ম্যাজিস্ট্রেটগণ।
জেলা প্রশাসক মোঃ মঞ্জুরুল হাফিজ এর দিক নির্দেশনায় জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগণ জেলা ও উপজেলার বিভিন্ন স্থানে জনসচেতনতামূলক অভিযান পরিচালনা করে
যাচ্ছেন।
আজ মঙ্গলবার (২৯জুন) সকাল সাড়ে সাতটা থেকে চলছে জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট চন্দন কর ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রুহুল আমিন শরিফও অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ লিয়াকত আলী সেখ এর নেতৃতে সদর মডেল থানার পুলিশ টিম,স্কাউটস সদস্যবৃন্দ সহগোগিতায় শহর ও উপজেলায় জনসচেতনতামূলক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।অভিযান পরিচালনা কালীন হান্ড মাইকিং করে মানুষকে সচেতন করছেন,মাস্ক ব্যবহার করতে বলছেন, জনসমাগম থেকে বিরত থাকতে বলছেন,বিনা কারণে বাড়ির বাইরে ঘুরাঘুরি করতে নিষেধ করছেন,সকলকে বাড়ির বাইরে বের হতে নিষেধ করছেন।
অতিরিক্ত জেলা প্রশাসক লিয়াকত আলী সেখ আমাদের জানান: আমি সকাল সাড়ে সাতটা সময় থেকে বিভিন্ন স্থানে জনসচেতনতামূলক অভিযান পরিচালনা করছি।অভিযান চলাকালীন সময় যারা সাস্থ্য বিধি না মানছে বাহ্ মুখে মাস্ক ব্যবহার না করছে তাদেরকে আমরা জরিমানা করছি ও সচেতন করছি।আমরা সবাইকে মাইকিং করে আহ্বান জানিয়েছে যে,সকলে সাস্থ্য বিধি মেনে চলাচল করুন, মাস্ক ছাড়া বাইরে বের হবেন না, জনসমাগম থেকে বিরত থাকুন, অযথা বাড়ির বাইরে ঘুরাঘুরি করবেন না, জরুরি প্রয়োজন ছাড়া বাড়ি থেকে বের হবেন না, বাড়ির বাইরে বের হলে অবশ্যই মুখে মাস্ক ব্যবহার করুন এবং আমাদের এই জনসচেতনতামূলক অভিযান অব্যাহত থাকবে।
Leave a Reply