ঝালকাঠির পুর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের হামলা ও মালামাল লুটের অভিযোগ পাওয়া গেছে। ১৫ অক্টোবর বৃহস্পতিবার সন্ধ্যায় বীরকাঠি বাজার এলাকায় পূর্ব থেকে ওৎ পেতে থাকা সাবাংগল গ্রামের মৃত নজর আলী হাওলাদারের পুত্র দেলোয়ার হাওলাদার, নেছার উদ্দিনের পুত্র রেজাউল, হোচেন হাওলাদরের পুত্র সুমন হাওলাদার, মোস্তফা হাওলাদারের পুত্র আল আমিন ও শাহ আলম, দেলোয়ার হাওলাদারের পুত্র রহিম ও ইমরান, হানিফ হাওলাদারের পুত্র হাচান মিলিয়া একই গ্রামের মৃত কাছেম আলী হাওলাদারের পুত্র মো: আবুল হোসেন হাওলাদার, আ: মান্নান হাওরাদারের পুত্র মো: আসলাম, মো: সাইফুল ইসলাম, সেকেন্দার আলীর পুত্র মো; মনির হাওলাদার,জব্বার তালুকদারের পুত্র রুবের তালুকদার ওপর প্রথমে হামলা ও পরে বাজারের রুবেলের দোকানে ঢুকিয়া মালামাল লুটপাট করে নিয়ে যায় বলে এজাহার সূত্রে জানা গেছে। এজাহারে আরো উল্লেখ করা হয়েছে মো: আবুল হোসেনসহ সকলকে হত্যার উদ্দেশ্যে রামদা দিয়ে হামলা করে রক্তাক্ত জখম করে।তিনি জীবন রক্ষার জন্য বীরকাঠি বাজারে রুবেলের দোকানে আশ্রয় নিলে উল্লেখিত সন্ত্রাসীরা দোকানে ঢুকে হামলা চালিয়ে মালামাল ও টাকা পয়সা লুটপাট করে নিয়ে যায়।
এ ব্যাপারে অভিযুক্ত দেলোয়ার হোসেন সাংবাদিকদের জানান, মামলায় বর্ণিত ঘটনা সম্পূর্ণ সত্য নয়।
এ ব্যাপারে ঝালকাঠি সদর থানায় এজাহার দায়ের করা হয়েছে যার নং-৭ তারিখ ১৬/১০/২০২০।
এ ব্যাপারে ঝালকাঠি থানার সাব ইন্সপেক্টর মো: নাজমুল মুঠোফোনে জানান, থানায় এজাহার হয়েছে।বিষয়টি নিয়ে তদন্ত চলছে। তদন্তে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
Leave a Reply