মোঃ শাকিল রেজা সিনিয়র স্টাফ রিপোর্টারঃ
ঝিনাইদহের কালীগঞ্জে উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে আন্তর্জাতিক প্রবীণ দিবস ২০২৫ ও বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ ও জ্বরা বিজ্ঞান প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষে মঙ্গলবার সকাল ১১টায় স্থানীয় সলিমুন্নেছা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও দোয়া মাহফিল। এর আগে ব্যান্ড পার্টি নিয়ে প্রবীণ সদস্যদের প্রাণবন্ত অংশগ্রহণে এক বর্ণাঢ্য র্যালি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহিন আলম।
সংগঠনের নবনির্বাচিত সভাপতি ও উচ্চকণ্ঠ নিউজের প্রধান সম্পাদক আনোয়ারুল ইসলাম রবির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম ও বিশিষ্ট শিক্ষাবিদ, সলিমুন্নেছা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষিকা রোকেয়া খাতুন। বক্তব্য রাখেন আলাউদ্দিন আলা, প্রভাষক আনিসুর রহমান, শিক্ষক ওহিদুল ইসলাম, ও সংগঠনের সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন। শেষে প্রবিন সদস্য দরিদ্র এক মহিলাকে সংগঠনের পক্ষ থেকে অনুদান প্রদান করা হয়।
Leave a Reply