মোঃ শাকিল রেজা সিনিয়র স্টাফ রিপোর্টারঃ
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার রাখালগাছি ইউনিয়নের চাঁদপাড়া গ্রামে কোহিনুর মনসুর নামক ইটভাটায় সন্ত্রাসীদের ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। ঘটনাটি ঘটেছে বুধবার রাতে, আনুমানিক রাত ৪টার দিকে। কোহিনুর মুনসুর ব্রিকস নামের ইটভাটার মালিক রিপন মিয়া জানান দুর্বৃত্তরা আগেই দুই লাখ টাকা চাঁদা দাবি করে।
কিন্তু চাঁদা দিতে অস্বীকৃতি জানালে, রাতে প্রায় পঞ্চাশ জনের একটি সন্ত্রাসী দল দেশীয় অস্ত্র, রামদা, চাপাতি ও আগ্নেয়াস্ত্র নিয়ে ভাটায় হামলা চালায়। হামলাকারীরা ভাটার তিনটি বড় মোটর ও একটি ছোট মোটর লুট করে নিয়ে যায়।
শ্রমিকদের থাকার জন্য নির্মিত ১৫টিরও বেশি ঘর ভাঙচুর করে ফেলে। অফিসে ঢুকে তারা ভাঙচুর চালিয়ে নগদ পঞ্চাশ হাজার টাকা লুট করে নেয়। দুর্বৃত্তরা ট্রাক্টর দিয়ে ইট তৈরির স্থান চষে দিয়ে সমস্ত কাঁচামাল নষ্ট করে দেয়। ফলে ভাটার আনুমানিক পনেরো লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে মালিকপক্ষ।
এলাকার একজন নাম না প্রকাশে বয়স্ক ব্যক্তি বলছেন এটা কোন সন্ত্রাসী হামলা না এটা ভাটা মালিক ও জমির মালিকদের লিজ সংক্রান্ত ব্যাপার। ঘটনার সময় ভাটার মালিক ৯৯৯ নম্বরে ফোন করে পুলিশকে খবর দেন।
খবর পেয়ে কালীগঞ্জ থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে। তবে পুলিশ উপস্থিত হওয়ার আগেই দুর্বৃত্তরা ভাটা ত্যাগ করে পালিয়ে যায়। পুলিশ ভাটার মালিককে ভাটার কাজ পুনরায় চালু করার আহ্বান জানায়।
এছাড়াও পুলিশ স্থানীয়ভাবে সতর্কবার্তা প্রদান করে জানায়, ভবিষ্যতে যেন ভাটায় কোনো গণ্ডগোল বা সংঘর্ষ না ঘটে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে বলা হয়েছে। এমন সন্ত্রাসী হামলার ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তবে পুলিশ জানিয়েছে, ঘটনাটির তদন্ত চলছে এবং দ্রুত জড়িতদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply