মোঃ শাকিল রেজা খুলনা বিভাগীয় ব্যুরো প্রধানঃ
জুলাই সনদ বাস্তবায়ন ও জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ঝিনাইদহের কোটচাঁদপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে এক বর্ণাঢ্য বাইক শোডাউন ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিকালে কোটচাঁদপুর পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এ শোডাউন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন— কোটচাঁদপুর উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক মোঃ হৃদয় আহসান, সদস্য সচিব ফায়াজ আহমেদ অনিক, ঝিনাইদহ জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক আবু হুরায়রা, সদস্য সচিব সাইদুর রহমানসহ সংগঠনের উপজেলা ও পৌর শাখার নেতৃবৃন্দ। বক্তারা বলেন, জুলাই সনদ বাস্তবায়নের মাধ্যমে দেশের শিক্ষাক্ষেত্র, কর্মসংস্থান ও সমাজে বিদ্যমান বৈষম্য দূর হবে। এ লক্ষ্য বাস্তবায়নে শিক্ষার্থী ও সাধারণ মানুষকে এগিয়ে আসতে হবে। কর্মসূচির অংশ হিসেবে নেতৃবৃন্দ পথচারী ও দোকানিদের মাঝে লিফলেট বিতরণ করেন এবং জনগণের মাঝে সচেতনতা সৃষ্টি করার আহ্বান জানান।