মোঃ শাকিল রেজা সিনিয়র স্টাফ রিপোর্টারঃ
ঝিনাইদহ সদর উপজেলার গোপালপুর গ্রামের কৃতী সন্তান জাহাঙ্গীর কবিরকে অতিরিক্ত কারা মহাপরিদর্শক (ADIG Prisons) হিসেবে পদোন্নতি দেওয়া হয়েছে। সোমবার (৭ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা বিভাগের উপসচিব মো. হাফিজ-আল-আসাদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, কারা উপ-মহাপরিদর্শক হিসেবে দায়িত্ব পালন করা জাহাঙ্গীর কবিরকে বিভাগীয় পদোন্নতি কমিটির সুপারিশক্রমে জাতীয় বেতন স্কেল-২০১৫ এর চতুর্থ গ্রেডে অতিরিক্ত কারা মহাপরিদর্শক পদে উন্নীত করা হয়েছে।
২০০৮ সালে মুন্সীগঞ্জ জেলা কারাগারে জেল সুপার হিসেবে কর্মজীবন শুরু করেন জাহাঙ্গীর কবির। পরে সিনিয়র জেল সুপার ও এআইজি উন্নয়নসহ গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন তিনি। চট্টগ্রাম, কাশিমপুর, কুমিল্লা, ঢাকা, ময়মনসিংহসহ দেশের বিভিন্ন কেন্দ্রীয় কারাগারে সফলভাবে দায়িত্ব পালনের পর তিনি ২০১৯ সালে উপ-মহাপরিদর্শক এবং সর্বশেষ ২০২৩ সালে ঢাকা বিভাগের ডিআইজি প্রিজন্স হিসেবে পদায়ন পান।
জাহাঙ্গীর কবির ১৯৭৬ সালের ২৪ ডিসেম্বর জন্মগ্রহণ করেন ঝিনাইদহ সদর উপজেলার ২ নম্বর মধুহাটি ইউনিয়নের বাজার গোপালপুর গ্রামের এক মুসলিম সম্ভ্রান্ত পরিবারে। তার বাবা মো. আবু জাফর এলাকার একজন সম্মানিত ব্যক্তি। পাঁচ ভাইয়ের মধ্যে তিনি তৃতীয়।
জাহাঙ্গীর কবির বাজার গোপালপুর মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি, ঢাকা কলেজ থেকে এইচএসসি এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমাজবিজ্ঞানে বিএসএস (অনার্স) ও এমএসএস (১ম শ্রেণি) ডিগ্রি অর্জন করেন।