মোঃ পারভেজ ঝিনাইদহ
ওয়েষ্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানীতে আউটসোর্সিং পদ্ধতিতে জনবল নিয়োগ প্রক্রিয়া বাতিলে দাবিতে ঝিনাইদহে বিদ্যুৎ বিভাগের কর্মকর্তা, কর্মচারী ও শ্রমিকরা বিক্ষোভ করেছে। পরে তারা জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি পেশ করেন। পশ্চিমাঞ্চল বিদ্যুৎ বিতরণ শ্রমিক কর্মচারী ইউনিয়ন এ কর্মসূচি পালন করে।
সোমবার (২৫ নভেম্বর) সকাল ১০টায় ঝিনাইদহ বিদ্যুৎ অফিসের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের হয়।
মিছিলটি ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মহাসড়কের বিভিন্ন স্থান ঘুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত সমাবেশে অংশ নেন জেলার বিদ্যুৎ বিভাগের কর্মকর্তা কর্মচারীরা। এ সময় পশ্চিমাঞ্চল বিদ্যুৎ বিতরণ শ্রমিক কর্মচারী ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান তুহিন, জেলা শাখার সভাপতি শরিফুল ইসলাম, সাধারণ সম্পাদক জিয়াবুল হকসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
পরে তাদের দাবী সম্বলিত স্মারকলিপি জেলা প্রশাসকের মাধ্যমে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ মন্ত্রনালয়ের উপদেষ্টা বরাবর পেশ করেন।