শিরোনাম :
ধানের শীষের পক্ষে গণ-জোয়ার সৃষ্টির লক্ষ্যে ফরিদগঞ্জে ব্যাপক গণসংযোগ অস্থিরতার দিকে দেশ—জবাবদিহির সংকটে রাজনীতি ও নিরাপত্তাহীনতায় জনসাধারণ আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ এবং বেগম রোকেয়া দিবস উদযাপন ও অদম্য নারী পুরস্কার ২০২৫ প্রদান গলাচিপায় আন্তর্জাতিক দূর্নীতি বিরোধী দিবস উদযাপন চুয়াডাঙ্গায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস ২০২৫ উপলক্ষে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত কোটচাঁদপুর মডেল থানায় নতুন ওসি মোঃ আসাদউজ্জামানের যোগদান চুয়াডাঙ্গার জীবননগরে বিএনপির পথসভা: জনসমাগমে মুখর আন্দুলবাড়ীয়া ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড রূপনগরে আইনপ্রহরী — ওসির সাহসী নেতৃত্বে গ্রেফতার ৭, শান্তির বার্তা পৌঁছে দিলেন মাসুদ নানা আয়োজনে হরিণাকুণ্ডুতে আন্তর্জাতিক দুর্নীতি প্রতিরোধ দিবস পালিত হরিণাকুন্ডুতে বেগম রোকেয়া দিবস ও অদম্য নারী পুরস্কার প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রাঙ্গাবালীতে সংবাদ সংগ্রহে গিয়ে সাংবাদিকের নামে মিথ্যা মামলা, প্রেস ক্লাবের নিন্দা কাশিমপুরে তরুণীর মৃত্যু । পরিবারের দাবি মানসিক ভারসাম্যহীন। ঝিনাইদহের হুমোদার বিলে মাছ ধরতে গিয়ে আদিবাসী যুবককে বেধড়ক মারপিট—হাতে ভাঙন, হাসপাতালে ভর্তি মাদারগঞ্জে বেগম রোকেয়া দিবস-২০২৫ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত শৈলকুপায় বেগম রোকেয়া দিবসে ৫ অদম্য নারীকে সম্মাননা ৬৫ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে ঢাকা-৫ আসনে নির্বাচন প্রস্তুতি বিষয়ক আলোচনা সভা গলাচিপায় আন্তর্জাতিক নারী ও বেগম রোকেয়া দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা চট্টগ্রাম জেলার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা নারায়ণগঞ্জ–৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী বদল, সামাজিক মাধ্যমে তুমুল আলোচনা কালীগঞ্জে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও রোকেয়া দিবসে ৫ জয়িতাকে সম্মাননা

ঝিনাইদহে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস-২০২৫ পালিত জেলা প্রশাসনের উদ্যোগে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫
  • ১৯ বার পঠিত

মো:মিল্টন হোসেন বিশেষ প্রতিনিধি ঝিনাইদহে

আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস-২০২৫ উপলক্ষে আজ ৯ ডিসেম্বর, মঙ্গলবার জেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হয়েছে। সকাল থেকে জেলা প্রশাসন চত্বরে গড়ে ওঠে দুর্নীতিবিরোধী শপথ, সচেতনতামূলক আলোচনা এবং মানববন্ধনসহ নানান আয়োজন।

সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে “দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হই, সুশাসন প্রতিষ্ঠায় সকলে সোচ্চার হই” এই স্লোগান নিয়ে মানববন্ধনে অংশ নেন সরকারি কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক, কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, সুশীল সমাজের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, দুর্নীতি একটি রাষ্ট্র ও সমাজকে ভেতর থেকে ধ্বংস করে দেয়। এর বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।

পরে জেলা প্রশাসকের সভাপতিত্বে জেলা প্রশাসন মিলনায়তনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। সভায় প্রধান আলোচকরা বলেন—
দুর্নীতি প্রতিরোধ শুধু আইন দিয়ে সম্ভব নয়, প্রয়োজন জনসচেতনতা, মূল্যবোধ ও সততার চর্চা। পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, কর্মস্থল—সব জায়গায় দুর্নীতিকে ‘না’ বলার মানসিকতা গড়ে তুলতে হবে। বক্তারা প্রশাসনের স্বচ্ছতা, ডিজিটাল সেবা, সুশাসন, জবাবদিহিতা এবং নাগরিক অধিকার নিশ্চিতের বিষয়েও গুরুত্ব আরোপ করেন।

জেলা প্রশাসক তার বক্তব্যে বলেন,
“ঝিনাইদহ জেলা প্রশাসন দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। প্রশাসনের সব সেবার ক্ষেত্রে স্বচ্ছতা নিশ্চিতের পাশাপাশি জনগণের অভিযোগ গ্রহণে আমরা সর্বদা প্রস্তুত। দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে সরকারি-বেসরকারি সব প্রতিষ্ঠানে সততার চর্চা আরও জোরদার করতে হবে।”

আলোচনা সভায় দুর্নীতি দমন কমিশন (দুদক)–এর জেলা সমন্বয়কারীরাও বক্তব্য দেন। তারা দুর্নীতির ঝুঁকি কমাতে বিভিন্ন প্রতিরোধমূলক উদ্যোগ, ‘ইন্টিগ্রিটি ক্লাব’ কার্যক্রম এবং তরুণ প্রজন্মকে সচেতন করার পরিকল্পনা তুলে ধরেন।

অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীরা দুর্নীতিবিরোধী শপথ পাঠ করেন এবং সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট বিতরণ করা হয়।

দিবসটি ঘিরে জেলা প্রশাসন সারাদিন জুড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সচেতনতামূলক বার্তা প্রচার করে। জেলা শহরে ব্যানার, পোস্টার ও ফেস্টুনে সাজানো হয় বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান।

অংশগ্রহণকারীদের বক্তব্য ও উদ্যোগে পরিষ্কার—ঝিনাইদহের মানুষ সুশাসন, জবাবদিহিতা ও দুর্নীতিমুক্ত সমাজ গঠনে আরও শক্তিশালী ভূমিকা রাখতে চান। এজন্য প্রশাসনের পাশাপাশি নাগরিকদের সচেতন ভূমিকা বড় ভূমিকা রাখবে বলে সবাই মনে করেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Theme Dwonload From ThemesBazar.Com