
মোঃ শাকিল রেজা খুলনা বিভাগীয় ব্যুরো প্রধানঃ
বিলের জলে নেমে পলো দিয়ে (মাছ ধরার ফাঁদ) নিয়ে মাছ ধরতে নেমেছেন মৎস্য শিকারিরা। শৈল, মাগুর, রুই, কাতলা, মিনার কার্প, গজার, বোয়াল, মিনার কার্প, টাকিসহ নানারকম মাছ শিকার করছেন তাঁরা। বিলের পাড়ে দাঁড়িয়ে শিশু, কিশোর, যুবক, বৃদ্ধসহ নানা বয়সী মানুষ শৌখিন মৎস্য শিকারিদের এই মাছ ধরার উৎসব দেখতে ভিড় করেছে। শনিবার (৬ ডিসেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত ঝিনাইদহ সদর উপজেলার গোপিনাথপুর বাওড়ের পাশে বিলের মধ্যে এমন মাছ ধরার দৃশ্য দেখা যায়। শনিবার ছিলো বিলে মাছ ধরার মহা-উৎসব।
মাছ ধরার এই উৎসবের আয়োজন করেন কামরুজ্জামান নাসির, নজরুল ইসলাম,ওমর মন্ডল,নাসির মন্ডল, রবিউল ইসলাম, আসলাম মন্ডল, অমল কুমার দেবনাথসহ স্থানীয়রা। তাঁরা জানান, আজ এখানে বিভিন্ন প্রকারের মাছ সহ দুই কেজি ওজনের মিনার কার্প মাছ পাওয়া গেছে। গ্রামবাংলার এই মাছ ধরার উৎসবে নানান শ্রেণি-পেশার মানুষ শখ করে পলো দিয়ে মাছ শিকারে নামেন। শৌখিন মৎস্য শিকারিদের মিলনমেলায় পরিণত হয় পুরো এলাকা।
স্থানীয় কামাল হোসেন জানান, পলো দিয়ে মাছ শিকার এ অঞ্চলের অনেক পুরোনো ঐতিহ্য। বিলে মাছ শিকার করতে আসা কয়েকজন মৎস্য শিকারি বলেন, অন্য বছরের তুলনায় এ বছর অতি বৃষ্টি হওয়ায় বিলে দেশীয় মাছ ধরতে পেরেছেন। সবচেয়ে বেশি পরিমাণ দেশীয় মাছ উৎপাদিত হয় বিলাঞ্চলে। প্রতিবছর মাছ ধরার জন্য তাঁরা এ সময়টা অপেক্ষা করেন।
সদর উপজেলা মৎস্য অফিসার গোলাম সারোয়ার বলেন, উপজেলা পর্যায়ে বিলের মাছকে টিকিয়ে রাখতে সরকারিভাবে উদ্যোগ নেওয়া হবে।
Leave a Reply