মোঃ শাকিল রেজা স্টাফ রিপোর্টারঃঝিনাইদহ সদর উপজেলার হাটগোপালপুরে হাইওয়ের পুলিশের অভিযানে ১৬ বোতল ফেনসিডিলসহ এক বাসযাত্রীকে আটক করেছে।বুধবার (৩০ এপ্রিল) দপুরের দিকে এ অভিযান পরিচালিত হয়।পুলিশ সূত্রে জানা গেছে, দর্শনা থেকে ঢাকাগামী দর্শনা ডিলাক্স পরিবহনের একটি বাসে তল্লাশি চালিয়ে গোলাম রসুল (৩৫) নামের এক যাত্রীর কাছ থেকে ১৬ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। আটক গোলাম রসুল চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার মুন্সিপুর গ্রামের আয়ুব আলীর ছেলে।ঝিনাইদহ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মৃত্যুঞ্জয় বিশ্বাস বলেন, নিয়মিত চেকপোস্ট কার্যক্রমের অংশ হিসেবে বাসটিতে তল্লাশি চালানো হয়। এ সময় ১৬ বোতল ফেনসিডিলসহ একজনকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে থানায় হস্তান্তর করা হয়েছে।
Leave a Reply