মোঃ পারভেজ ঝিনাইদহ
ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে এক পুলিশসহ কমপক্ষে ৬ জন আহত হয়েছে । গতকাল রবিবার বিকেলের দিকে সদর উপজেলার দোগাছি ইউনিয়নের হারানঘাট গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে এ সংঘর্ষের ঘটনা ঘটে ।
আহত মিঠু বিশ্বাস (৪২), গোলাম ফারুক (৬০) ও রকিবুল ইসলাম (৪৫)-কে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে । আঘাত গুরুতর হওয়ায় তাদের ঢাকা মেডিকেলে রেফার্ড করা হয়েছে ।
এলাকাবাসী জানায়, সদর উপজেলার দোগাছি ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি নজরুল ইসলাম এবং ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সিরাজ বিশ্বাসের মধ্যে এলাকায় রাজনৈতিক আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছিল। এরই জেরে রোববার বিকেলে হারানঘাট গ্রামের কল্যাণপুর বাজারে নজরুল ইসলামের সমর্থক মিঠু বিশ্বাসকে কুপিয়ে গুরুতর আহত করে প্রতিপক্ষের সমর্থকরা। পরে পথিমধ্যে আলাদা ভাবে সিরাজ বিশ্বাসের সমর্থক গোলাম ফারুক ও রকিবুল ইসলামকে এলাপাতাড়িভাবে কৃপিয়ে ফেলে রেখে যায় নজরুল ইসলামের সমর্থকরা।
আরও জানা যায়, সে সময় তারা একটি বাড়িতে আশ্রয় নিয়ে নারিকেলবাড়িয়া পুলিশ ক্যাম্পে সাহায্য চান। পরে পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে গাড়িতে তুললে নজরুল ইসলামের সমর্থকরা পুলিশের গাড়িতে হামলা করে। সে সময় তারা গাড়ির ভেতরে এবং বাইরে নামিয়ে গোলাম ফারুক ও রকিবুল ইসলামকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে এবং পুলিশের পিকআপ ভাঙচুর করে। সে সময় হামলায় পুলিশের এক সদস্য সামান্য আহত হয়। পরে দু’পক্ষের সংঘর্ষ শুরু হয়।
সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. ছোঁয়া ইসরাইল বলেন, হাসপাতালে আসা আহত তিন জনেরই শারীরিক অবস্থা আশঙ্কাজনক। এর মধ্যে গোলাম ফারুখের শারীরিক অবস্থা সব থেকে বেশি খারাপ। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার্ড করা হয়েছে।
সদর থানার ওসি আব্দুল্লাহ্ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে । জড়িতদের ধরতে পুলিশ কাজ করছে । পুলিশের গাড়িতে হামলা করা হয়েছে । এসময় এক পুলিশ-সদস্য আহত হয়েছে ।