মোঃ শাকিল রেজা সিনিয়র স্টাফ রিপোর্টারঃ
ঝিনাইদহের মহেশপুর সীমান্তে মাদক ও অবৈধ অনুপ্রবেশ বিরোধী অভিযান পরিচালনা করে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)। গত ১৮ ও ১৯ অক্টোবর ২০২৫ তারিখে পৃথক তিনটি অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় ফেনসিডিল, ভায়াগ্রা উদ্ধারসহ অবৈধভাবে সীমান্ত অতিক্রমের চেষ্টা করা পাঁচজন বাংলাদেশি নাগরিককে আটক করা হয়।১৯ অক্টোবর সকালে রাজাপুর বিওপি এলাকার সামসুল মণ্ডলের আমবাগান থেকে নায়েব সুবেদার মো. ভূঁইয়া ইকবাল হোসেনের নেতৃত্বে পরিচালিত অভিযানে ২৯৫ পিস ভায়াগ্রা উদ্ধার করা হয়। অপরদিকে, ১৮ অক্টোবর রাতে উথুলী বিওপি এলাকায় নায়েব সুবেদার মো. আবুল কালাম আজাদের নেতৃত্বে পরিচালিত আরেক অভিযানে ২৫ বোতল ভারতীয় ফেনসিডিল ও ৭০০ পিস ভায়াগ্রা উদ্ধার করা হয়। এছাড়া একই দিনে সন্ধ্যায় বাঘাডাংগা বিওপি এলাকায় হাবিলদার মো. আব্দুল কাদেরের নেতৃত্বে টহল দল অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশের সময় দুই পুরুষ ও তিন নারীসহ পাঁচজন বাংলাদেশি নাগরিককে আটক করে। আটককৃতদের মহেশপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)-এর সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।