মোঃ পারভেজ কালীগঞ্জ ঝিনাইদহ প্রতিনিধি।
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা ও পৌর কৃষক দলের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বেলা ৪ টার দিকে কালীগঞ্জ পৌর অডিটরিয়ামে এই কর্মীসভা অনুষ্ঠিত হয়।
এ উপলক্ষে উপজেলা কৃষকদলের আহবায়ক মোকসুদুল মোমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তৃতা করেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম-সাধারন সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃষক দলের নেতা ফজলে ইলাহি শিমুল, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আলহাজ্ব মাহবুবার রহমান, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক সহিদুল ইসলাম সাইদুল, ইলিয়াস রহমান, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক আনোয়ার হোসেন, জবেদ আলী, মোহাম্মদ আলী জিন্নাহ পৌর কৃষকদলের যুগ্ম আহবায়ক বশির উদ্দিন জেলা কৃষকদল।
প্রধান অতিথি সাইফুল ইসলাম ফিরোজ বলেন, খুব দ্রুতই জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা হবে। প্রত্যেক পাড়া-মহল্লায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা পৌছে দিতে হবে। তিনি নেতাকর্মিদের উদ্দেশ্যে বলেন, দলের ভাবমূর্তি নষ্ট হয় এবং বিএনপি থেকে মানুষ মুখ ঘুরিয়ে নেয় এমন কোন কার্যকলাপে জড়িত হওয়া যাবে না।