মোঃ পারভেজ কালীগঞ্জ ঝিনাইদহ প্রতিনিধি।
গণতন্ত্রের মা’ বিএনপি চেয়ারপারসন আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মদিন আজ। ১৯৪৫ সালের এই দিনে তিনি দিনাজপুরে জন্মগ্রহণ করেন। ইস্কান্দার মজুমদার ও তৈয়বা মজুমদার দম্পতির তৃতীয় সন্তান তিনি।
এবারের জন্মদিনে তাঁর নির্দেশনায় আনুষ্ঠানিকভাবে কেক কাটায় দলীয় নেতা-কর্মীদের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে বিএনপি। তারই ধারাবাহিকতায় ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির উদ্দ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
শুক্রবার বিকাল ৬টার সময় থানা রোডস্থ দলীয় কার্যালয়ে এক দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় যুগ্ম সাধারন সম্পাদক ও বিগত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আলহাজ্ব মাহবুবার রহমান, সাবেক যুগ্ম আহবায়ক শহিদুল ইসলাম সাইদুল, ইলিয়াস রহমান মিঠু, পৌর যুগ্ম আহবায়ক মোশারফ হোসেন মুসা, আনোয়ার হোসেন, জবেদ আলী, মোহম্মদ আলী জিন্নাহ আহমেদ আলী লস্করসহ বিএনপি’র অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
এছাড়াও শুক্রবার জুম্মার নামাজ পর উপজেলার বিভিন্ন মসজিদ বিএনপির দলীয় প্রধান খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু এবং মুক্তিযুদ্ধে, ১৯৯০ সালের গণ-আন্দোলনে, ২০২৪ সালের গণঅভ্যুত্থানে নিহতদের আত্মার মাগফিরাত এবং আহতদের সুস্থতা কামনা করা হয়।