মোঃ পারভেজ কালীগঞ্জ ঝিনাইদহ প্রতিনিধি।
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার কেয়াবাগান নামক স্থানে গড়াই পরিবহন নামের যাত্রীবাহী বাস উল্টে আহত হয়েছেন অন্তত ৫ জন। রবিবার সকাল ১১ টার দিকে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- খুলনা পাইকগাছা এলাকার মকসেদ আলীর ছেলে হানজালা (১৩) ও স্ত্রী আলীয়া বেগম (৪৫), কুষ্টিয়ার মৃত গোলাম হোসেনের ছেলে আবুল ফয়েজ (৫৫), যশোরের নওয়াপাড়া এলাকার আনন্দ কর্মকারের মেয়ে মিতু কর্মকার (২২), কালীগঞ্জের সানবান্ধা এলাকার টুটুল খন্দকারের স্ত্রী নাজমা বেগম (৪০)। এরমধ্যে আলীয়া বেগমের অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে যশোরে রেফার্ড করা হয়েছে।
স্থানীয়রা জানায়, রবিবার সকাল ১১ টার দিকে কালীগঞ্জ শহর থেকে ছেড়ে আসা যশোরগামী গড়াই পরিহনের একটি যাত্রীবাহী বাস দ্রুতগতিতে কেয়াবাগান এলাকায় পৌঁছালে রাস্তার গর্ত পাশ কাটাতে গিয়ে উল্টো দিকে খাদে পড়ে যায়। এ সময় বাসের মধ্যে অনেক যাত্রী আটকা পড়ে। পরে স্থানীয় ও ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের উদ্ধার করে।
কালীগঞ্জ বারবাজার হাইওয়ে থানার ওসি মহসিন আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ধারণা করা হচ্ছে ওভারটেক করতে গিয়ে বাসটি উল্টে রাস্তার পাশের খাদে পড়েছে।