ঝিনাইদহ র্যাবের অভিযানে ধর্ষণ মামলার প্রধান পলাতক আসামীকে গ্রেফতার করেছে র্যাব-৬
লালন মন্ডল,ঝিনাইদহ প্রতিনিধিঃ
বাদীর মেয়ে বুদ্ধি প্রতিবন্ধি নাবালিকা মেয়ে মোছাঃ হাবিবা খাতুন(১৪)কে গত ২৮ জুলাই ২০২৩ইং তারিখ সকাল অনুমান ১০০০ ঘটিকার দিকে বাদীর বাড়ি থেকে হাটতে হাটতে ছয়াইল গ্রামের জনৈক জাহাঙ্গীর মোল্লা বাড়ির সামনে গেলে আসামী ভিকটিমকে কাঠাল খাওয়ানোর কথা বলে জাহাঙ্গীর মোল্লার বাড়িতে ডেকে নিয়ে যায় পরবর্তীতে জাহাঙ্গীর মোল্লা বাড়িতে কেউ না থাকার সুজগে দক্ষিন পোতার উত্তর দুয়ারী বসত ঘরের দরজার তালা খুলে ভিকটিমকে আটকে রেখে গত ২৮ জুলাই ২৩ইং সকাল হতে ০৮ আগষ্ট ২৩ইং তারিখ বিকাল পর্যন্ত আসামী বুদ্ধি প্রতিবন্ধি নাবালিকা ভিকটিমকে প্রতি রাতে জোর পূর্বক ধর্ষন করেন। বাড়ি মালিক জনৈক জাহাঙ্গীর মোল্লা গত ০৪ আগষ্ট ২৩ইং তারিখ শহর থেকে বাড়ি এসে দেখতে পান যে তাহার ঘরের তালা খোলা এবং বাহির থেকে দরজায় সিটকানী দেওয়া রয়েছে পরবর্তীতে ঘরের ভিতর প্রবেশ করার সাথে সাথে ভিকটিম বুদ্ধি প্রতিবন্ধি মোছাঃ হাবিবা খাতুন হাউমাই করে কান্নাকাটি করছে এবং বাড়ির মালিক সাথে সাথে ভিকটিমের পিতার কাছে খবর দিলে বাদী ঘটনা স্থানে এসে ঘটনা সংকান্তে জানতে পারেন এবং আসামী অত্র এলাকা হতে আত্নগোপন করেন পালিয়ে যায়।বিষয়টি নিয়ে ভিকটিমের পিতা বাদী হয়ে ঝিনাইদহ সদর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করে। ঘটনাটি জানতে পেরে র্যাব-৬ ঝিনাইদহ ক্যাম্পের একটি আভিযানিক দল ছায়া তদন্ত শুরু করে এবং ধর্ষককারীকে গ্রেফতারের লক্ষ্যে অভিযান অব্যাহত রাখে।
এরই ধারাবাহিকতায় অদ্য ১১ (আগষ্ট)২০২৩ইং র্যাব-৬, ঝিনাইদহ ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে, উক্ত ধর্ষণ মামলার প্রধান পলাতক আসামী মাগুরা জেলার সদর থানাধীন জগদলপুর বাজারস্থ এলাকায় আত্নগোপন করে আছে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা গ্রহনের উদ্দেশ্যে আভিযানিক দলটি একই তারিখ ০৭.১০ ঘটিকার সময় মাগুরা জেলার সদর থানাধীন জগদলপুর বাজারস্থ এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে উক্ত ধর্ষন মামলার প্রধান পলাতক আসামী- মোঃ পারভেজ(২০), পিতাঃ কামরুল ইসলাম, সাং- ছয়াইল, থানা-সদর, জেলা-ঝিনাইদহকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে উক্ত ঘটনার সাথে তার সম্পৃক্ততার কথা স্বীকার করে গ্রেফতারকৃত আসামীকে ঝিনাইদহ জেলার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।