 
																
								
                                    
									
                                 
							
							 
                    
মোঃ শাকিল রেজা স্টাফ রিপোর্টারঃঝিনাইদহ সদরে ধানক্ষেতে মিলল কৃষকের লাশ। ঝিনাইদহ সদর উপজেলার হলিধানী ইউনিয়নের গাড়ামারা গ্রামের নলবিলা মাঠ থেকে মোহাম্মদ আলী (৪৮) নামের এক কৃষকের লাশ উদ্ধার করেছে পুলিশ।সোমবার রাত ১০টার দিকে ওই কৃষকের লাশ উদ্ধার করা হয়।মোহাম্মদ আলী গাড়ামারা গ্রামের মৃত ইদ্রিস আলীর ছেলে। স্থানীয়রা জানান, কৃষক মোহাম্মদ আলী বিকেলে বাড়ি থেকে নলবিলের মাঠে যান। কিন্তু সন্ধ্যার পরে বাড়ি ফিরে না আসায় পরিবারের লোকজন তাকে খুঁজতে থাকেন। রাতে স্থানীয়রা ধানক্ষেতের কাছে তার লাশ পড়ে থাকতে দেখে স্বজনদের খবর দেন। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠায়।স্থানীয় কৃষক শাজাহান আলী বলেন, “আমরা মাঠে খোঁজাখুঁজির সময় দেখি মন্টু মিয়ার ধানের জমিতে মোহাম্মদ আলীর লাশ পড়ে আছে। তার ঘাড় ও নাভির উপরে আঘাতের চিহ্ন আছে। আমরা লাশ দেখে পরিবারে খবর দিলে তারা পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে লাশটি নিয়ে যায়।”ঝিনাইদহ সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, “!মোহাম্মদ আলীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এটি হত্যা নাকি বজ্রপাতে মৃত্যু তা ময়নাতদন্তের পর জানা যাবে।”
 
 
                                                
Leave a Reply