আসিফ মাহমুদ (স্টাফ রিপোর্টার) কালীগঞ্জ- ঝিনাইদহ।
সাইফুল ইসলাম ফিরোজ ভাই-সাবেক সাধারণ সম্পাদক ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল, সাবেক ভারপ্রাপ্ত সভাপতি জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ,একজন উদ্যোগী, চিন্তাশীল এবং নির্ভরযোগ্য নেতৃত্বের প্রতিচ্ছবি।তাঁর রাজনীতি কোন ফাঁপা আশ্বাসের উপর দাঁড়িয়ে নয়। বরং এটি গড়ে উঠেছে দীর্ঘদিনের ছাত্র রাজনীতি, সংগঠনিক নেতৃত্ব ও মানুষের পাশে থেকে কাজ করার বাস্তব অভিজ্ঞতার ভিত্তিতে। তিনি বিশ্বাস করেন, রাজনীতি মানে কেবল উন্নয়নের কথা বলা নয় -বরং উন্নয়নের বাস্তব প্রস্তুতি গ্রহণ করে তা বাস্তবায়ন করা।
একটি সুসংগঠিত, মানবিক ও আধুনিক ঝিনাইদহ-৪ এর স্বপ্ন সাইফুল ইসলাম ফিরোজ যে রূপরেখা নিয়ে এগিয়ে চলেছেন, একজন প্রার্থী, যিনি প্রতিশ্রুতি নয়, তুলে ধরছেন বাস্তবায়নের পরিকল্পনা,তাতে রয়েছে একটি স্পষ্ট লক্ষ্য যিনি মানুষের পাশে থেকে তাঁদের স্বপ্নপূরণের অংশীদার হতে চান।
প্রধান চ্যালেঞ্জ ও তাঁর রূপরেখা -
কৃষিনির্ভর অর্থনীতির সীমাবদ্ধতা এবং শিল্প কারখানার অভাবে কর্মসংস্থানের সুযোগ সংকুচিত। ফিরোজ ভাইয়ের পরিকল্পনা হলো ক্ষুদ্র ও কুটির শিল্প গড়ে তুলে কর্মসংস্থান বৃদ্ধি, যুবকদের জন্য টেকনিক্যাল ও আইটি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন এবং সরকারি-বেসরকারি বিনিয়োগ আকৃষ্ট করার মাধ্যমে কর্মক্ষেত্র তৈরি করা।
গ্রামীণ স্বাস্থ্যসেবা কাঠামো দুর্বল ও অনুন্নত। ফিরোজের পরিকল্পনা অনুযায়ী -প্রত্যন্ত এলাকায় কমিউনিটি ক্লিনিকের মানোন্নয়ন, স্থানীয় পর্যায়ে স্বাস্থ্যকর্মীদের সংখ্যা ও সক্ষমতা বৃদ্ধি, এবং ডিজিটাল হেলথ সিস্টেম চালুর মাধ্যমে চিকিৎসাসেবা সহজপ্রাপ্য করা হবে।
বিদ্যালয়ের অবকাঠামো উন্নয়ন, যোগ্য শিক্ষক নিয়োগ ও প্রশিক্ষণ এবং ঝরে পড়া শিক্ষার্থীদের পুনঃপ্রবেশ নিশ্চিত করতে বিশেষ কর্মসূচি গ্রহণ তাঁর রূপরেখার গুরুত্বপূর্ণ অংশ।
দুর্যোগ প্রতিরোধে টেকসই অবকাঠামো, নদী ও খাল পুনঃখনন, এবং কৃষিতে আধুনিক প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করাই তাঁর দীর্ঘমেয়াদি লক্ষ্য।
সাইফুল ইসলাম ফিরোজ ভাই বলেন -
“আমি জানি, রাজনীতি মানে জনসেবা। রাজনীতি মানে উন্নয়নের প্রতিশ্রুতি নয়, বাস্তবায়নের সাহস। আমি প্রতিশ্রুতি দিচ্ছি না কেবল,আমি প্রস্তুত কাজ করতে।”
ঝিনাইদহ-৪ আজ পরিবর্তনের অপেক্ষায়। এই পরিবর্তনের যাত্রায় নেতৃত্ব দিতে প্রস্তুত এক নতুন প্রজন্মের প্রতিনিধি সাইফুল ইসলাম ফিরোজ ভাই। তাঁর রূপরেখা, অভিজ্ঞতা ও দায়বদ্ধতা প্রমাণ করে তিনি কেবল একজন প্রার্থী নন, তিনি এক সম্ভাবনার প্রতীক।
এখন সময়, নেতৃত্ব বাছাইয়ের। এখন সময়, এমন কাউকে সুযোগ দেওয়ার -যিনি কেবল স্বপ্ন দেখান না, সেই স্বপ্নকে বাস্তবের মাটিতে গেঁথে দিতে পারেন।