টঙ্গীতে একাধিক মাদক মামলার আসামি ১০২ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক
সেলিম মাহমুদ স্টাফ রিপোর্টার।
গাজীপুর টঙ্গী পূর্ব থানা পুলিশের অভিযানে একাধিক মাদক মামলার আসামি মোঃ আকবর আলীকে (৩৫)১০২পিছ ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়েছে।০৬/০৮/২০২৩ ইং তারিখে আনুমানিক ০০.৩০ ঘটিকায় টঙ্গী পূর্ব থানার চৌকস পুলিশ অফিসার এস আই মোঃ কায়সার হাসান ফারুক ও সঙ্গীয় ফোর্স সহ একটি টিম আমতলী কেরানীরটেক এলাকায় অভিযান পরিচালনা করে তাকে আটক করে,
পরে তার দেহ তল্লাশি করে ১০২পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।গ্রেফতারকৃত মোঃ আকবর আলী টঙ্গীর আমতলী কেরানীরটেক বস্তির বাসিন্দা সে দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন প্রান্ত হতে মাদক সংগ্রহ করে টঙ্গী সহ বিভিন্ন জায়গায় ক্রয়-বিক্রয় করে আসছে।আসামির বিরুদ্ধে একাধিক মামলা আছে টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ মোঃ আশরাফুল ইসলাম বলেন,আসামির বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে,।