সেলিম মাহমুদ স্টাফ রিপোর্টার।
গাজীপুর টঙ্গীতে চাঁদাবাজির অভিযোগে দায়ের করা মামলায় গাজীপুর মহানগর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউল হাসান স্বপন টঙ্গীর দত্তপাড়া থেকে গ্রেফতার হয়েছে।রোববার দুপুর আড়াইটার দিকে টঙ্গীর একটি রেস্তোরাঁয় অভিযান চালিয়ে টঙ্গী পূর্ব থানা পুলিশ তাকে গ্রেফতার করে। জিয়াউল হাসান স্বপন পেশায় আইনজীবী হলেও স্বপন তার রাজনৈতিক পরিচয় ব্যবহার করে দীর্ঘদিন ধরে 'মামলা বাণিজ্য' করে আসছিলেন। অভিযোগ রয়েছে, তিনি স্থানীয় ব্যবসায়ী, শিক্ষক এবং রাজনৈতিক নেতাকর্মীদের ভয় দেখিয়ে মোটা অঙ্কের চাঁদা আদায় করতেন। কেউ চাঁদা দিতে রাজি না হলে 'টার্গেট করে তার নামে মামলা' দিয়ে হয়রানি করতেন বলেও জানা গেছে।
যদিও তিনি বিএনপির সাবেক নেতা হিসেবে এলাকায় প্রভাব বিস্তার করতেন, বর্তমানে তার কোনো দলীয় পদ নেই। স্থানীয়দের অভিযোগ
ফ্যাসিবাদী সরকারের সময়ে আওয়ামী লীগের
বিভিন্ন নেতাদের সঙ্গে সখ্য গড়ে তুলে সুবিধা আদায় করতেন জিএস স্বপন। এমনকি ফ্যাসিবাদী সরকার পতনের পর তিনি আরও বেপরোয়া হয়ে উঠেছিলেন,জুলাই আন্দোলন কে পূজি করে শুরু করে মিথ্যা মামলা বানিজ্য।
চাঁদা দাবি, হুমকি এবং অশ্লীল গালাগাল সংক্রান্ত স্বপনের একাধিক অডিও রেকর্ড ইতিমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম জানিয়েছেন, স্বপনের বিরুদ্ধে টঙ্গী থানায় চারটি চাঁদাবাজির মামলা রয়েছে।