সেলিম মাহমুদ স্টাফ রিপোর্টার।
গাজীপুরের টঙ্গীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে মাহফুজুর রহমান (২১) নামের এক শ্রমিক নিহত হয়েছেন। বুধবার (৯ জুলাই) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী বাজার এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে। এই ঘটনা স্থানীয়দের মধ্যে গভীর আতঙ্ক সৃষ্টি করেছে এবং দ্রুত নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি উঠেছে।নিহত মাহফুজুর রহমান বরিশাল সদর উপজেলার হায়াতসার গ্রামের ফরিদ উদ্দিনের ছেলে। তিনি টঙ্গী পূর্ব থানাধীন ব্লু ফ্যাশন-এ শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন।
পুলিশ সূত্রে জানা যায়, ঘটনার দিন রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে মাহফুজুর রহমান আব্দুল্লাহপুর ফ্লাইওভার থেকে সেনা কল্যাণ ভবনগামী নামার সংযোগ রাস্তার মাঝামাঝি সড়ক ও জনপদ অফিসের সামনে পৌঁছালে অজ্ঞাতনামা দুষ্কৃতকারীরা তাকে অতর্কিত আক্রমণ করে। এ সময় তার ডান পায়ের উরুর পিছনে ধারালো অস্ত্র দিয়ে ছুরিকাঘাত করা হয়।
আহত মাহফুজুর রহমানকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ডিউটিরত পুলিশ সদস্যরা একটি সিএনজিতে তুলে দেন। সিএনজি চালক তাকে দ্রুত টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক মাহফুজুর রহমানকে মৃত ঘোষণা করেন। চিকিৎসকদের মতে, অতিরিক্ত রক্তক্ষরণের কারণেই তার মৃত্যু হয়েছে।
টঙ্গী পশ্চিম থানার উপ-পরিদর্শক (এসআই) মোজাম্মেল হক জানান, খবর পেয়ে নিহতের মরদেহ সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তিনি আরও জানান, নিহত ব্যক্তির বহনকৃত ব্যাগ তার সঙ্গেই পাওয়া গেছে, তাই এটি ছিনতাইয়ের ঘটনা নাকি অন্য কোনো কারণে তিনি নিহত হয়েছেন, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
তবে, স্থানীয়দের মধ্যে ব্যাপক আতঙ্ক বিরাজ করছে। তাদের অভিযোগ, প্রতিনিয়ত ছিনতাইকারীদের হাতে পথচারীদের প্রাণ যাচ্ছে। এই ঘটনার পর স্থানীয়রা টঙ্গী এলাকায় দ্রুত নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছেন