স্টাফ রিপোর্টার: গাজীপুর টঙ্গী পশ্চিম থানাধীন ৫৫ নং ওয়ার্ড নামার বাজার এলাকায় ছিনতাইকৃত মোবাইল ফোন ফেরত আনতে গিয়ে ছিনতাইকারীদের হামলায় ৩ জন গুরতর আহত। ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে শাহআলী, নাছির ও রাজন নামে তিন যুবককে গুরতর আহত করে সন্ত্রাসীরা।
মিলগেইট লালমসজিদ এলাকার হালিমার বাড়ির ভাড়াটিয়া আলেয়া শনিবার রাত ১০ টার সময় নামার বাজার এলাকায় বাজার করতে গেলে তার গতিপথ আটকিয়ে তার সাথে থাকা মোবাইল ফোন নিয়ে যায় সন্ত্রাসীরা,পরবর্তী ভাড়াটিয়া আলেয়া বিষয়টি তার বাড়িওলাকে জানালে বাড়িওলার ভাই শাহা আলী এই বিষয়ে সন্ত্রাসীদের জিজ্ঞেস করতে গেলে ১ শাজদা ,২/ রিদয় (৩/শাওন ,৪/রমজান,,৫/আলামীন,৬/শাহআলী,৭/দেলু,৮/শরিফসহ অজ্ঞাতনামা আরও ১০থেকে ১২জন সন্ত্রাসী দেশীয় অস্ত্র হকিস্টিক,ও লাঠি দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে এবং হত্যার উদ্দেশ্য চাপাটি দিয়ে কুপিয়ে আহত করে ,এবং সাথে থাকা এন্ডোয়েড মোবাইল ফোন ও নগত ত্রিশ হাজার টাকা নিয়ে যায়,পরে তাদের আহত অবস্থায় উদ্ধার করে টঙ্গী শহিদ আহসান উল্লাহ মাষ্টার জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
এ ঘটনায় টঙ্গী পশ্চিম থানায় মামলা দায়ের করা হয়েছে। টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ ওসি শাহ আলম জানায় -উক্ত ঘটনায় দ্রুত আইনী ব্যাবস্থা নেওয়া হবে।