-বিশ্বজিৎ চক্রবর্তী
টাঙ্গাইল জেলা প্রতিনিধি
টাঙ্গাইলের বিভিন্ন উপজেলার কবি সাহিত্যিকদের অংশগ্রহণে “ভূঞাপুর সাহিত্য আড্ডা”-এর অষ্টম পর্ব বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে ভূঞাপুর স্বাধীনতা কমপ্লেক্সের দ্বিতীয় তলায় সংগঠন এর কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে । বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব জনাব আব্দুল করিম খানের সভাপতিত্বে সাহিত্য আড্ডায় স্বরচিত কবিতা পাঠ এবং সাহিত্যের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয় । অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধনবাড়ী উপজেলা মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কবি ইমাম হাসান সোহান । কবি হারুন অর রশিদ ও লিমা রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত সাহিত্য আড্ডায় কবিতা পাঠ, আবৃত্তি ও আলোচনায় নাট্য ব্যক্তিত্ব জনাব আব্দুল জলিল আকন্দ, কবি সাইফুল ইসলাম, কবি জয়নুল জমশের, শিক্ষা হিতৈষী খায়রুজ্জামান ভূঁইয়া, জনাব হাসান সারোয়ার লাভলু, কবি লিমা রহমান, কবি রনি খাতুন, কবি হালিমা খাতুন, জেরিন, কবি এম এ বাছেদ, কবি এম কে হাতেম, কবি শাহরিয়ার শ্রাবন, কবি শফিকুল ইসলাম,কবি হামিদুল আলতাফ, কবি শাজু রহমান,কবি ডাঃ শহীদুর রহমান শাহীন, কবি শাহরিয়ার সুমন, বাচিক শিল্পী আনোয়ার হোসেন খান এবং ধনবাড়ীর কবি ইমাম হাসান সোহান অংশগ্রহণ করেন । ধনবাড়ীর কবি ইমাম হাসান সোহান তার বক্তব্যে বলেন , ” শিক্ষা সাহিত্য এবং সংস্কৃতিতে টাঙ্গাইল জেলা বাংলাদেশের সেরা ।ভূঞাপুর সাহিত্য আড্ডার মতো টাঙ্গাইলের প্রত্যেকটা উপজেলায় সাহিত্য চর্চা অব্যাহত রাখতে হবে। এরকম সাহিত্য আড্ডায় আমাদের সন্তানদের সঙ্গে নিয়ে আসতে হবে।আমাদের সন্তানদের বাংলা সাহিত্য ও শিল্প সংস্কৃতির সাথে নিবিড় যোগাযোগের ব্যবস্থা করে দিতে হবে।ভূঞাপুর সাহিত্য আড্ডার ধারাবাহিক কার্যক্রম টাঙ্গাইলের অন্যান্য উপজেলাতেও চলমান থাকবে আশা করি “।
Leave a Reply