শিরোনাম :
চীনা নাগরিকের ছিনতাই হওয়া টাকা উদ্ধার রূপনগরে নতুন পানির পাম্প উদ্বোধন ডিমলায় কৃষকদের মাঝে আধুনিক কৃষি যন্ত্রপাতি বিতরণ নুরের ওপর হামলার প্রতিবাদে ও জাপা নিষিদ্ধের দাবিতে নীলফামারীতে বিক্ষোভ মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৫ পেলেন সন্দ্বীপে বিজয় টিভির সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলার ঘটনায় থানায় অভিযোগ। প্রতিটি জেলা থেকে ট্যালেন্ট হান্ট চালু করবে বিএনপি – আমিনুল হক শীর্ষ নেতা নুরু ভাইয়ের উপর পুলিশ-সেনা হামলা: তীব্র নিন্দার ঝড় ঝিনাইদহের নবীন শিল্পী শামীমকে নতুন মোবাইল উপহার দিলেন বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি খান সেলিম রহমান। জাপা-গণঅধিকার পরিষদ সংঘর্ষে ভোরের কাগজের সাংবাদিক মারুফ আহত

টাঙ্গাইলে প্রমিত বাংলা ভাষার প্রয়োগ শীর্ষক দুদিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শনিবার, ৩০ আগস্ট, ২০২৫
  • ৭৪ বার পঠিত

-বিশ্বজিৎ চক্রবর্তী
টাঙ্গাইল জেলা প্রতিনিধি :

আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট-এর আয়োজনে প্রাথমিক শিক্ষায় প্রমিত বাংলা ভাষার প্রয়োগ শীর্ষক দুদিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গত ২৭ ও ২৮ আগস্ট টাঙ্গাইলের সার্কিট হাউজ সম্মেলন কক্ষে এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়। দুদিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করেন টাঙ্গাইলের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট শরীফা হক।আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট-এর পরিচালক অধ্যাপক ড. মুহাম্মদ আসাদুজ্জামানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে
উপস্থিত ছিলেন আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট-এর উপসচিব, অতিরিক্ত পরিচালক (ভাষা) মোহাম্মদ নূরে আলম সিদ্দিকী, স্থানীয় সরকার, টাঙ্গাইলের উপপরিচালক (উপসচিব) মোঃ শিহাব রায়হান, টাঙ্গাইল কুমুদিনী সরকারি কলেজের ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ আকতার হোসেন ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. সাহাব উদ্দিন।
স্বাগত বক্তব্য রাখেন আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট-এর উপসচিব, অতিরিক্ত পরিচালক (প্রশাসন) আবুল কালাম।

সমাপনী দিনে (২৯ আগস্ট) আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট-এর পরিচালক অধ্যাপক ড. মুহাম্মদ আসাদুজ্জামানরে সভাপতিত্বে প্রশিক্ষণার্থীদের পুরস্কার ও সনদ বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট-এর অতিরিক্ত পরিচালক(প্রশাসন)আবুল কালাম ও অতিরিক্ত পরিচালক (ভাষা) মোহাম্মদ নূরে আলম সিদ্দিকী। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শিশু হাসপাতালের অধ্যাপক ডা. মো. আতিকুল ইসলাম ও সময়ের সাত্যিকণ্ঠ-সম্পাদক কবি আযাদ কামাল। এছাড়াও উপস্থিত ছিলেন প্রশিক্ষণ কর্মশালার প্রশিক্ষক বিশিষ্ট আবৃত্তিশিল্পী বি এম হারিস ও অধ্যাপক মো. লুৎফর রহমান।উল্লেখ্য যে,টাঙ্গাইলের বিভিন্ন উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫০(পঞ্চাশ)জন শিক্ষক-প্রশিক্ষণার্থী এ প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণ করেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Theme Dwonload From ThemesBazar.Com