শিরোনাম :
চুয়াডাঙ্গা জেলা গড়াইটুপি ইউনিয়নে মাধ্যমিক বিদ্যালয়ে সুধী ও অভিভাবক সমাবেশ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের আরও ১৩ নেতাকর্মী গ্রেফতার করেছে ডিবি ঝিনাইদহে আলোচিত ব্যবসায়ী তোয়াজ উদ্দিন হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন, আসামি গ্রেফতার কালীগঞ্জে কলেজ শিবির শাখার উদ্যোগে নবীন বরণ অনুষ্ঠিত ঝিনাইদহের শৈলকুপায় ৪টি সার ডিলারকে জরিমানা! গলাচিপায় লাউগাছের চারা খাওয়া নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ, গুরুতর আহত ১ শৈলকুপায় ফুলহরি গ্ৰামের হরিতলা মন্দিরে মূর্তি ভাঙচুর, সিসিটিভিতে দেখা গেল মনজের পাগল নামের মানসিক প্রতিবন্ধীকে ঢাকায় অগ্নিকাণ্ডে দগ্ধ চার ফায়ার সার্ভিস কর্মী: দুইজনের অবস্থা সংকটাপন্ন আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ব্রিগেড কমান্ডারের সাথে সরকারি কর্মকর্তাদের সভা অনুষ্ঠিত সৈয়দপুরে মহিলা জামায়াতের সমাবেশ অনুষ্ঠিত

টাঙ্গাইল প্রেসক্লাবে “দৈনিক টাঙ্গাইল সমাচার “-এর ১ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শনিবার, ১৭ মে, ২০২৫
  • ১৮৪ বার পঠিত

-বিশ্বজিৎ চক্রবর্তীটা টাঙ্গাইল জেলা প্রতিনিধি

টাঙ্গাইল তথা বাংলাদেশের জনপ্রিয় দৈনিক পত্রিকা ” দৈনিক টাঙ্গাইল সমাচার “-এর ১ম প্রতিষ্ঠাবার্ষিকী আজ শুক্রবার (১৬মে) টাঙ্গাইল প্রেসক্লাবে অনুষ্ঠিত হয়েছে ।
দোয়া, আলোচনা, কবিতা আবৃত্তি এবং কেক কাটার মধ্য দিয়ে টাঙ্গাইল প্রেসক্লাবে অনুষ্ঠিত আজকের এই অনুষ্ঠানটি উপস্থিত সকলের উপস্থিতিতে প্রাণবন্ত হয়ে উঠে।
দৈনিক টাঙ্গাইল সমাচার-এর বার্তা সম্পাদক মো: মোমিনুর রহমান (মোমিন)-এর সঞ্চালনায় ও টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি এডভোকেট জাফর আহমেদ-এর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন দৈনিক টাঙ্গাইল সমাচার-এর প্রকাশক ও সম্পাদক মোঃ মাসুদুল হক। দৈনিক টাঙ্গাইল সমাচার পত্রিকার সম্পাদক ও প্রকাশক তার স্বাগত বক্তব্যে অনুষ্ঠানটি সফল করার জন্য আগত অতিথিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন । দৈনিক টাঙ্গাইল সমাচার-এর ১ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানটি প্রাণবন্ত করে তুলেন ব্যুরো বাংলাদেশের চেয়ারপার্সন,লেখক ও কলামিস্ট ড. ইউসুফ খান । তিনি তার বক্তব্যে সাংবাদিকতার বিভিন্ন বিষয় ছাড়াও সাহিত্যের বিভিন্ন বিষয় ও সাহিত্য কার্যক্রমের বিভিন্ন অভিজ্ঞতা তুলে ধরে তাৎপর্যপূর্ণ আলোচনা করেন । অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে সময়ের সাহিত্যকন্ঠ পত্রিকার সম্পাদক কবি আযাদ কামাল টাঙ্গাইলের সাংবাদিকতা এবং সংবাদপত্রের অতীত ইতিহাস বর্ণনাসহ অতীতে প্রকাশিত টাঙ্গাইলের বিভিন্ন পত্রিকার নাম তুলে ধরে বিস্তারিত আলোচনা করেন।তিনি তার বক্তব্যে বর্তমান সময়ে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের জন্য টাঙ্গাইলের সাংবাদিকৃন্দ ও সংবাদপত্রগুলোর প্রতি আহবান জানান । সভাপতির বক্তব্যে টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি এডভোকেট জাফর আহমেদ বলেন, দৈনিক টাঙ্গাইল সমাচার পত্রিকাসহ টাঙ্গাইল থেকে প্রকাশিত সকল সংবাদপত্রের সম্পাদক এবং সাংবাদিক ভাইদের প্রতি আহবান থাকবে পত্রিকায় যেন মানুষের জীবন যাপনের সঠিক চিত্র তুলে ধরা হয় । মানুষের জন্য কল্যাণ বয়ে আনে, মানুষের অধিকার আদায়ে সহায়ক ভূমিকা পালন করে এমন সংবাদ পরিবেশন করতে হবে । সভাপতি তার বক্তব্যে আরও বলেন টাঙ্গাইল প্রেসক্লাবে এই সাংবাদিক, কবি, সাহিত্যিক সকলের আড্ডার ব্যবস্থা আছে । এই আড্ডার মাধ্যমেই সমাজের জন্য কল্যাণকর সুচিন্তিত মতামত বের হয়ে আসবে । তিনি এমন একটা প্রাণবন্ত অনুষ্ঠান আয়োজন করার জন্য দৈনিক টাঙ্গাইল সমাচার পরিবার এবং আগত সকল অতিথিদের ধন্যবাদ জানান ।
অতিথিদের মধ্যে উপস্থিত থেকে আরও বক্তব্য রাখেন সাপ্তাহিক সমাজচিত্র পত্রিকার সম্পাদক ও ইন্ডিপেন্ডেন্ট টিভি চ্যানেলের জেলা প্রতিনিধি মামুনুর রহমান ও টাঙ্গাইল প্রেসক্লাবের ক্রীড়া সম্পাদক মালেক আদনান।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থেকে সময়ের সাহিত্যকণ্ঠ পত্রিকার উত্তর টাঙ্গাইল প্রতিনিধি কবি ও বাচিকশিল্পী বিশ্বজিৎ চক্রবর্তী কবি আযাদ কামালের লেখা কবিতা আবৃত্তি করেন । অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন ধনবাড়ী উপজেলা মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কবি মোহাম্মদ ইমাম হাসান (সোহান) সহ টাঙ্গাইলের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকবৃন্দ । আলোচনা শেষে সবাই মিলে কেক কাটার মধ্য দিয়ে দৈনিক টাঙ্গাইল সমাচার-এর ১ম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয় ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Theme Dwonload From ThemesBazar.Com