ঢাকা – আরিচা মহাসড়কে সাভারের সালেহপুরে সড়কে থেকে থাকা একটি পেয়াজ বোঝাই ট্রাকের পিছনে দ্রুতগামী একটি প্রাইভেট কারের ধাক্কায় দুইজন নিহত হয়েছে। এঘটনায় প্রাইভেটে কারের আরও তিন যাত্রীকে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার ( ১৩ ) ভোর ৬ টার দিকে ঢাকা – আরিচা মহাসড়কের সালেহপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন ঢাকা জেলার দোহার থানার ফেরদৌস আলমের স্ত্রী পুতুল বেগম ও ব্রাক্ষণবাড়িয়া জেলার নাছিরনগর থানার মিলন খা এর ছেলে জামাল খা, তাৎক্ষণিক ভাবে মোছাঃ রানি, মোঃ জয়নাল ও মোঃ তাছলিমা এঘটনায় আহত হয়েছেন বলে জানা গেছে। হাইওয়ে পুলিশ জানায়, ভোরে সালেহপুর এলাকায় সড়কের পাশে দাড়িয়ে থাকা একটি পেঁয়াজ বোঝাই ট্রাককে রাজধানী ঢাকাগামী একটি দ্রুতগতির প্রাইভেটকার পেছন থেকে ধাক্কা দেয়। এতে প্রাইভেটকারটি দুমড়ে মুচড়ে ঘটনাস্থলেই দুইজন নিহত হন। আহত আরও তিন জনকে উদ্ধার করে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় বলে জানায় স্থানীয়রা। সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ করিম খান বলেন, দুর্ঘটনায় দুই জনের মরদেহ হাইওয়ে থানায় রাখা হয়েছে। এখনো তাদের পরিচয় পাওয়া যায়নি। আহত তিন জনকে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। দুর্ঘটনা কবলিত প্রাইভেট কারটি তাদের হেফাজতে রয়েছে। এ ঘটনায় নিহতের পরিবারের সদস্যরা এলে আইনগত বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।
Leave a Reply