সোমবার (৪ আগস্ট) ভোররাতে আখাউড়া-সিলেট রেলপথের মাধবপুর উপজেলার চাঙ্গার বাজার এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা রেললাইনের পাশে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দিলে, পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
আহাদ আলীর পরিচয় জানা যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি ছড়িয়ে পড়লে। তিনি সিলেটের দক্ষিণ সুরমার শিববাড়ি এলাকার নুর আলীর ছেলে।
রিপোর্ট লেখা পর্যন্ত তার জ্ঞান পুরোপুরি ফিরে আসেনি। উন্নত চিকিৎসার জন্য পরে পরিবারের সদস্যরা তাকে সিলেটে নিয়ে যান। আহত অবস্থায় আহাদ জানিয়েছেন, দুর্বৃত্তরা তাকে ট্রেন থেকে ধাক্কা মেরে ফেলে দেয়।
মাধবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনস্পেক্টর গোলাম মোস্তফা জানান, "রেললাইনের পাশ থেকে আহাদকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। তার বাবা হাসপাতালে এসে ছেলেকে নিয়ে গেছেন। তবে কি কারণে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্তাধীন।"
এ ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।