লেমন সরকার,স্টাফ রিপোর্টার:ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার গোগর চৌরাস্তা বাজারে নকল কীটনাশক বিক্রির করায় এবং মজুদ রাখার অপরাধে মনসুর আলম নামে এক ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।বৃহস্পতিবার (১ মে) দুপুরে উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাফিউল মাজলুবিন রহমান এ জরিমানা করেন। এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা কৃষি অফিসার শহীদুল ইসলাম।এদিকে উপজেলা কৃষি অফিসার শহীদুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে এদিন দুপুরে উপজেলার গোগর চৌরাস্তা বাজারে মেসার্স ভাই ভাই ট্রেডার্সে নকল কীটনাশক বিক্রি করা হচ্ছে। পরে অভিযান চালানো হয়েছে।এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মাজলুবিন রহমান বলেন, নকল কীটনাশক বিক্রি করায় ব্যবসায়ী মনসুর আলমকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং নিষিদ্ধ কার্বোফ্লন ৫৭ কেজি ও এনট্রাকল নকল কীটনাশক আড়াই কেজি জব্দ করা হয়।