লেমন সরকার, স্টাফ রিপোর্টার ::
ঠাকুরগাঁওয়ের হরিপুরে পাকা সড়ক থেকে মোজাম্মেল হক (৪৫) নামে এক মিষ্টান্ন ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। গতকাল সোমবার (১৯ মে) সকালে উপজেলার বকুয়া ইউনিয়নের খাগরতলা পাকা সড়কের উপর পড়ে থাকা ওই ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করা হয়। মৃত মোজাম্মেল উপজেলার নন্দগাঁও ভূতপাড়া এলাকার মৃত ইয়াছিন আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মোজাম্মেল দীর্ঘদিন ধরে যাদুরানী বাজারে মিষ্টির দোকান করে আসছিলেন। দোকানের কাজ সেরে প্রতিদিন গভীর রাতে বাড়ি ফিরতেন। কিন্তু রবিবার ১৮ মে দিবাগত রাতে বাড়ি ফেরেননি তিনি। সোমবার সকালে খাগরতলা রাস্তায় তার মরদেহ পাওয়া যায়। কি কারণে কিভাবে তার মৃত্যু হয়েছে তা কেউ বলতে পারছেন না।
হরিপুর থানার ওসি জাকারিয়া মন্ডল জানান, সোমবার সকালে স্থানীয়রা মোজাম্মেলের লাশ রাস্তায় পড়ে থাকতে দেখে থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য লাশ ঠাকুরগাঁও
হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। সে রিপোর্ট পাওয়া গেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে মর্মে ওসি জানান।