ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় নন্দগাঁও গ্রামের বাসিন্দা মোছাঃ মোসলেমা খাতুন এর বাড়িতে অগ্নিসংযোগ ও মারপিটের মাধ্যমে জমি দখলের সন্ত্রাসী হামলা চালিয়েছে উক্ত জমির কথিত দাবিদার ও তার বাহিনী। গত ১৪-২-২১ ইং তারিখ এই ঘটনাটি ঘটে। এই ঘটনাকে কেন্দ্র করে মোসলেমা খাতুন(ভিকটিম) এর বাবা মোহাম্মদ মোস্তফা বাদী হয়ে ঠাকুরগাঁও জেলা কোর্টে গত ১৬-২-২০২১ ইং তারিখ মোট ১৪ জনকে আসামী করে একটি মামলা দায়ের করেন(মামলা নং- জি আর ২৭/২১)। মামলার আসামী যথাক্রমে- মোঃ আবুল কালাম(৩৫) পিতা-মৃত আব্দুল কাদের প্রধান, মোহাম্মদ আমিরুল ইসলাম ওরফে বরি(৩৫), বেদারুল ইসলাম(৩২) পিতা মৃত সাদের আলী, মোঃ আবেদ আলী(৪০) পিতা মৃত আবদুল কাদের, মোঃ বদরুল(৫২)পিতা মৃত আজিজুল হক, মোঃ শরিফুল(৫৫) পিতা মৃত আজিজুল হক, মোঃ নাজমুল(২৫) পিতা মোঃ তসলিম, মোঃ মজিবুর রহমান(৫০) পিতা মৃত তাহেরুল, মোঃ হাসান(২৬) পিতা মোঃ সেলিম, মোঃ টুটুল(৩০) পিতা মোঃ জাক্কার, মোঃ আব্দুল জলিল(২৭) পিতা মোঃ সারফুল, মোঃ সাগর(২৮) পিতা মোঃ জামাল, মোঃ ইউসুফ আলী(৩৫) পিতা মোঃ সোলেমান, মোঃ রুহুল(৩২) পিতা মোঃ শওকত আলী । মামলার এজাহারে তিনি উল্লেখ করেছেন, তার মেয়ে মোসলেমা খাতুন ২০ শতাংশ জমি ক্রয় সূত্রে মালিক হয়ে সেখানে মোট তিনটি টিনশেডের ঘর নির্মাণ করে বসবাস করে আসছে। উক্ত জমিতে বসবাস করার পর থেকেই কথিত দাবীদারগণ জমি জবরদখল ও নানান রকম হুমকি দেখালে তিনি ফৌজদারী কার্যবিধি আইনের ১৪৪ ধারা মতে কয়েকজন আসামীর বিরুদ্ধে একটি মোকদ্দমা আনয়ন করেন (মামলা নং-এম পি ৪৩৮/২০২০)। সেই মোকদ্দমার আসামীগণ নোটিশ পাওয়ার পর আরো ক্ষিপ্ত হয়ে ওঠে এবং এক পর্যায়ে পরিকল্পিতভাবে গত ১৪-২-২১ ইং তারিখ দুপুর আনুমানিক ১.৩০ ঘটিকার সময় উল্লিখিত আসামীগণ ও তাদের সন্ত্রাসী বাহিনী চারটি পিকআপ ভ্যানে ৩৫/৪০ জন একসাথে বসতবাড়িতে হামলা ও ভাঙচুর করে সেই সাথে বাসার লোকজন দের মারপিট করে বাড়ির মালামাল লুটপাট করে নেয় এবং এক পর্যায়ে বাসায় অগ্নি সংযোগ ঘটায়। ঘটনার পর মারপিটে তার মেয়ে মোসলেমা খাতুন সহ আহত ব্যক্তিদের হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে আসামি গনের বাধার সম্মুখীন হওয়ায় পরবর্তীতে তারা রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আহত ব্যক্তিদের চিকিৎসা নেন। মোসলেমা খাতুনের (ভিকটিম) বাবা মোঃ মোস্তফা (বাদী) এ ঘটনার সুষ্ঠু বিচার দাবী করেন।